ইনসাফের যুক্তরাষ্ট্র প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন রশীদ আহমদ
- প্রকাশের সময় : ০৮:১৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮
- / ৫৫২ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশের প্রথম ইসলামী ঘরানার অনলাইন পত্রিকা ইনসাফ টোয়েন্টিফোর ডটকমের যুক্তরাষ্ট্র প্রতিনিধি হিসেবে রশীদ আহমদকে নিয়োগ দেয়া হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর ২০১৮ তাঁকে আনুষ্ঠানিক ভাবে নিয়োগ প্রদান করেন পত্রিকার সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার।
রশীদ আহমদ নব্বইয়ের দশকের শেষ দিক থেকেই সাহিত্য ও সাংবাদিকতা পেশার সাথে যুক্ত রয়েছেন। বাংলাদেশ ও আমেরিকার যৌথ নাগরিক রশীদ আহমদ-এর জন্মস্থান সিলেটের গোয়াইনঘাট উপজেলার মানাউরা গ্রামে। ২০০৭ থেকে তিনি আমেরিকায় স্থায়ী ভাবে বসবাস করে আসছেন।
রশীদ আহমদ সিলেট থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা সিলেট রিপোর্ট ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও ইসলামী ঘরানার আরো একটি অনলাইন পত্রিকা কওমিকন্ঠ’র ও সম্পাদক মন্ডলীর সভাপতি তিনি।
২০১২ থেকে ২০১৪ পর্যন্ত নিউইয়র্ক থেকে প্রকাশিত সাহিত্য সাময়িকী “নকীব”-এর নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন রশীদ আহমদ। ২০১৪ থেকে ২০১৫ পর্যন্ত অধুনালুপ্ত ত্রৈ-মাসিক ম্যাগাজিন “সমীক্ষা”র সহকারী সম্পাদকও ছিলেন তিনি।
বর্তমানে রশীদ আহমদ নিউইয়র্ক থেকে প্রকাশিত “ইয়র্ক বাংলা” নামে একটি পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পত্রিকাটির প্রতিষ্ঠাতাও তিনি। এছাড়াও রশীদ আহমদ নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য। -প্রেস বিজ্ঞপ্তি।