আলতাফ মাহমুদের ইন্তেকালে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ
- প্রকাশের সময় : ০২:০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০১৬
- / ৯২৪ বার পঠিত
নিউইয়র্ক: বিশিষ্ট সাংবাদিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর একাংশের সভাপতি আলতাফ মাহমুদের আকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব। ক্লাবের সকল সদস্যদের পক্ষ থেকে সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ এক বিবৃতিতে সাংবাদিক আলতাফ মাহমুদের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, ব্যক্তিগত জীবনে তিনি অমায়িক ব্যবহারের মানুষ ছিলেন। আপাদমস্তক ছিলেন সাংবাদিক। আর নেতা হিসেবে ছিলেন সকল সাংবাদিকদের অধিকার আদায়ের অগ্র সৈনিক। তার মৃত্যুতে দেশ একজন সত্যিকারের সাংবাদিককে হারালো আর সাংবাদিক সমাজ হারালেন প্রকৃত সাংবাদিক নেতা। বিবৃতিতে প্রেসক্লাব নেতৃদ্বয় তার বিদেহী আতœার শান্তি কামনা করেন।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারী রোববার সকালে ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ইতিপূর্বে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সভাপতি এবং বিএফইউজে’র সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেন।