আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নতুন সভাপতি মোহাম্মদ সাঈদ সাধারণ সম্পাদক মনজুরুল হক

- প্রকাশের সময় : ১২:২৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
- / ৫৫ বার পঠিত
নিউইয়র্ক: আমেরিকার বাংলাভাষী সংবাদপত্র ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত ঐহিত্যবাহী আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের দুই বছর মেয়াদী ২০২০-২০২২ সালের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ৩০ আগষ্ট রোববার লং আইল্যান্ডের টাপেন বিচ পার্কে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোটে সভাপতি পদে সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ ও প্রথম আলো নর্থ আমেরিকার চীফ রির্পোটার মনজুরুল হক সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন মশিউর রহমান (খবর ডট কম)। কার্যকরী পরিষদের সদস্যরা হলেন- বিদায়ী সভাপতি দর্পন কবীর, বিদায়ী সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, সাবেক সহ সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন ও আবু বকর সিদ্দিকুর।
নব নির্বাচিত কার্যকরী কমিটি
সংগঠনের সভাপতি দর্পন কবিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগরের পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক আজকাল-এর সম্পাদক জাকারিয়া মাসুদ, ব্যবস্থাপনা পরিচালক মিলা হোসেন, কষ্ঠশিল্পী বেবী নাজনীন, সাংবাদিক সৈয়দ ওয়ালি-উল-আলম, বেলাল আহমেদ, সামসুন্নাহান্নার নিম্মি, শামসুল আলম, তাপস সাহা, সীমা সুস্মিতা, এস.এম. সারোয়ার হোসেন, মল্লিকা খান মুনা, আবু বকর সিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি, মশিউর রহমান মজুমদার, সহ সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন, মনজুরুল হক, শামসুল আলম লিটন, পাপিয়া বেগম, স্যামুয়েল স্টিফেন পিনারু (শিপন), শামীম আল আমীন, রফিকুল ইসলাম, আলমগীর হোসেন।
সভায় সংগঠনের সাধারণ সদস্যরা বিগত বছরের সফলতা ব্যর্থতার বিভিন্ন দিক পর্যালোচনা করে বক্তব্য রাখেন। ক্লাবের অন্যতম সদস্য আলোক চিত্র সাংবাদিক স্বপন এ হাই-এর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত এবং এক মিনিট দাঁড়িয়ে নিরবতার মধ্যে দিয়ে শ্রদ্ধা চিত্তে তাকে স্বরণ করা হয়। সাংবাদিক সমাজের পক্ষ থেকে তার পরিবারকে সহযোগিতা করার বিষয়টি একটি প্রশংসনীয় উদ্যোগ হিসাবে সাধুবাদ জানান সদস্যরা।
মোহাম্মদ সাঈদ
এদিকে নব নির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ সাঈদ তার বক্তব্য বলেন, নানান চড়াই উৎরাই পেরিয়ে আজকে আমরা একত্রিত হয়েছি। দায়িত্ব পাওয়া থেকে দায়িত্ব পালন করা কঠিন কাজ। এই ক্লাবের প্রতিটি সদস্যকে আমরা নিজেদের পরিবারের সদস্য বলে মনে করি। শুধু তাই নয় প্রতিটি সদস্যদের মধ্যে রয়েছে বিরল প্রতিভা। তাদের ক্ষুরধার লেখনি দিয়ে একটি কার্যকর কমিউনিটি বিনির্মানে ইতমধ্যে বিরাট ভূমিকা পালন করেছে। আমাদের আশপাশে তাকালেই আমরা তা বুঝতে পারি। এই সকল সদস্যদের প্রাণান্তকর প্রচেষ্টার মধ্যে দিয়ে সূচনালগ্ন থেকে বিগত বছরগুলোতে আমরা সফলভাবে বিভিন্ন সভা, সেমিনার, সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে এসেছি। আমরা চাই আপনাদের সহযোগিতায় ভবিষ্যতেও এসব কার্যক্রম অব্যাহত থাকবে। আজকের সাধারণ সভায় নতুন কার্যকরী কমিটির ঘোষনা করায় নব নির্বাচিত কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও ভালবাসা জানাচ্ছি। আপনাদের সহযোগিতা পেলে আমরা এই সংগঠনের মান উন্নয়নে আরো বেশী কাজও করতে পারবো এই প্রত্যাশা রাখছি।
মনজুরুল হক
নব নির্বাচিত সাধারণ সম্পাদক মনজুরুল হক বলেন, আপনার জানেন বর্তমান সময়ে সারা পৃথিবীতে একটি মহা সংকট চলছে। তার নাম হলো কোভিট ১৯। এই সংকট মোকাবেলায় রাজনৈতিক নেতা, ডাক্তার, সামাজিক বৌদ্ধা, সাংবাদিক, বুদ্ধিজীবিসহ সচেতন মহল দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরাও সংবাদপত্রের মাধ্যমে সমাজকে জনসচেতনতার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা চাই এই মহাসংকট থেকে দ্রæত উত্তোরনের। তিনি বলেন, বাধা আসবে, সংকট থাকবে, তারপরও আমাদের এগিয়ে যেতে হবে। তারই প্রয়াসে আগামীতে ক্লাবের যে সকল কর্মপরিকল্পনা থাকবে তা, সবার সহযোগিতায় আমরা বাস্তবায়নের চেষ্টা করব। তাই সব সময় সবার সহযোগিতা পাওয়ার প্রত্যাশা রাখছি।
সভায় নাজমুল আহসান বলেন, এই ক্লাব আমাদের প্রাণের সংগঠন। আমরা সবাই পরিবারের মত। আজকের এই সভায় আমরা একত্রিত হয়ে পরিবার মধ্যে যে ভালবাসা ফুটে উঠেছে তা অনুধাবন করছি প্রতিটি ক্ষনে ক্ষনে। তিনি ভবিষ্যতেও এই ধরনের চর্চা অব্যাহত রাখার অনুরোধ জানান।
জাকারিয়া মাসুদ জিকো বলেন, আমরা সব সময় এই ক্লাবের সদস্যদের কল্যাণ কামনা করি। তাদের সুখে-দুঃখে সব সময় আমরা আমরা থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। ভবিষ্যতেও যে কোন ধরনের কর্মসূচীতে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
শাহাব উদ্দিন সাগর বলেন, আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি ক্লাবকে সুষ্ঠভাবে পরিচালনার জন্য। করোনার কারণে সংগঠনের কিছু কার্যক্রম ব্যাহত হয়েছে। পেছনের দিকে না তাকিয়ে আমরা সামনের দিকে পথ চলবো।
দর্পন কবির বলেন, এই ক্লাব আমাদের প্রাণের ক্লাব। সভাপতি হিসাবে কি দায়িত্ব পালন করেছি, সেটা বড় কথা নয়। ক্লাবের সার্বিক কল্যাণে অতীতেও সময় দিয়েছি, ভবিষ্যতেও সময় দেব। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
সবশেষ রাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং ‘বø্যাক ডায়মন্ড’ খ্যাত জনপ্রিয় কষ্ঠশিল্পী বেবী নাজনীনকে আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের ‘অনারারি সদস্য’ পদ প্রদান করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি।