নিউইয়র্ক ০১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

কারিনার সঙ্গে সম্পর্কের কথা শুনে সাইফকে যা বলেছিলেন রানি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৫৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
  • / ৪৩ বার পঠিত

বিনোদন ডেস্ক : ১২ বছর ধরে সংসার করছেন সাইফ আলি খান ও কারিনা কাপুর। তার আগে প্রায় পাঁচ বছর ছিলেন লিভ ইনে। তবে বিয়ের আগে কারিনা সম্পর্কে কিছু পরামর্শ দিয়েছিলেন রানি মুখার্জি।

অমৃতা সিংয়ের সঙ্গে ডিভোর্সের পর বয়সে অনেকখানিই ছোট কারিনাকে বিয়ের পর অনেকেই ভেবেছিলেন বুঝি বা এটিও ভেঙে যাবে কয়েক বছরেই। তবে দুই সন্তান তৈমুর আর জেহকে নিয়ে তাদের সুখের সংসারে গত ১২ বছরে একবারও ফাটল ধরার খবর শোনা যায়নি।

টাটা প্লে বিঞ্জের ‘নাউ বিঞ্জিং’-এ একসঙ্গে হাজির হয়েছিলেন সাইফ আর কারিনা। আর সেখানেই লাভ লাইফ প্রসঙ্গে কথা বলার সময় সাইফ জানান, তিনি আর কারিনা সম্পর্কে আছেন জানার পর, যে পরামর্শ এসেছিল রানির কাছ থেকে, তা মাঝেমাঝে এখনও কাজে আসে।

‘রানি সত্যিই দুর্দান্ত। আমি তার সঙ্গে বন্ধুত্ব আগের চেয়ে বেশি উপভোগ করি। আমার মনে আছে, আমরা শুট করছিলাম। তখনও ও সিঙ্গেল। ভালোবাসার মানুষ আসেনি ওর জীবনে। আমাদের প্রেমের খবর পেয়েই বলেছিল, চল আমরা নন-স্টপ, জলদি জলদি করে শুট করে নেই। কোনো ডে অফ নেওয়ারও প্রয়োজন নেই।, বলেন সাইফ।

আসলে রানি শুনেছিলেন, সাইফ ও কারিনা একসঙ্গে ঘুরতে যাচ্ছেন। তাই চেয়েছিলেন যাতে সব কাজ জলদি মিটিয়ে নিতে পারেন নায়ক। খুশি জাহির করেছিলেন এই সম্পর্কে।

সাইফ আরও বলেন, ‘রানি আমাকে বলেছিল— মনে রেখো বাড়িতে দুজন নায়ক। সে যা বোঝাতে চেয়েছিল আমি বুঝেছিলাম। এখনো আমি রানির সেই পরামর্শ মেনে চলি। যখন একজন কাজ করে আমাদের মধ্যে, অন্যজন সময় দেয় বাচ্চাদের। আমি এটা বুঝতে পেরেছি, এটি সত্যিই ভালো পরামর্শ ছিল, দুর্দান্ত পরামর্শ ছিল। আমার বুঝতে অসুবিধা হয়নি ও দুজনের মধ্যে সমতা রাখার কথা বলেছিল।’

২০০৮ সালে টশন সিনেমার সেটে কারিনার প্রেমে পড়েন সাইফ। আর শুরু করেন ডেটিং। তাদের বিয়ে হয় ২০১২ সালে। সূত্র : যুগান্তর

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

কারিনার সঙ্গে সম্পর্কের কথা শুনে সাইফকে যা বলেছিলেন রানি

প্রকাশের সময় : ০৫:৫৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪

বিনোদন ডেস্ক : ১২ বছর ধরে সংসার করছেন সাইফ আলি খান ও কারিনা কাপুর। তার আগে প্রায় পাঁচ বছর ছিলেন লিভ ইনে। তবে বিয়ের আগে কারিনা সম্পর্কে কিছু পরামর্শ দিয়েছিলেন রানি মুখার্জি।

অমৃতা সিংয়ের সঙ্গে ডিভোর্সের পর বয়সে অনেকখানিই ছোট কারিনাকে বিয়ের পর অনেকেই ভেবেছিলেন বুঝি বা এটিও ভেঙে যাবে কয়েক বছরেই। তবে দুই সন্তান তৈমুর আর জেহকে নিয়ে তাদের সুখের সংসারে গত ১২ বছরে একবারও ফাটল ধরার খবর শোনা যায়নি।

টাটা প্লে বিঞ্জের ‘নাউ বিঞ্জিং’-এ একসঙ্গে হাজির হয়েছিলেন সাইফ আর কারিনা। আর সেখানেই লাভ লাইফ প্রসঙ্গে কথা বলার সময় সাইফ জানান, তিনি আর কারিনা সম্পর্কে আছেন জানার পর, যে পরামর্শ এসেছিল রানির কাছ থেকে, তা মাঝেমাঝে এখনও কাজে আসে।

‘রানি সত্যিই দুর্দান্ত। আমি তার সঙ্গে বন্ধুত্ব আগের চেয়ে বেশি উপভোগ করি। আমার মনে আছে, আমরা শুট করছিলাম। তখনও ও সিঙ্গেল। ভালোবাসার মানুষ আসেনি ওর জীবনে। আমাদের প্রেমের খবর পেয়েই বলেছিল, চল আমরা নন-স্টপ, জলদি জলদি করে শুট করে নেই। কোনো ডে অফ নেওয়ারও প্রয়োজন নেই।, বলেন সাইফ।

আসলে রানি শুনেছিলেন, সাইফ ও কারিনা একসঙ্গে ঘুরতে যাচ্ছেন। তাই চেয়েছিলেন যাতে সব কাজ জলদি মিটিয়ে নিতে পারেন নায়ক। খুশি জাহির করেছিলেন এই সম্পর্কে।

সাইফ আরও বলেন, ‘রানি আমাকে বলেছিল— মনে রেখো বাড়িতে দুজন নায়ক। সে যা বোঝাতে চেয়েছিল আমি বুঝেছিলাম। এখনো আমি রানির সেই পরামর্শ মেনে চলি। যখন একজন কাজ করে আমাদের মধ্যে, অন্যজন সময় দেয় বাচ্চাদের। আমি এটা বুঝতে পেরেছি, এটি সত্যিই ভালো পরামর্শ ছিল, দুর্দান্ত পরামর্শ ছিল। আমার বুঝতে অসুবিধা হয়নি ও দুজনের মধ্যে সমতা রাখার কথা বলেছিল।’

২০০৮ সালে টশন সিনেমার সেটে কারিনার প্রেমে পড়েন সাইফ। আর শুরু করেন ডেটিং। তাদের বিয়ে হয় ২০১২ সালে। সূত্র : যুগান্তর

হককথা/নাছরিন