এখনই মা হচ্ছেন না পরিণীতি চোপড়া
- প্রকাশের সময় : ০১:২২:০০ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
- / ৩৭ বার পঠিত
গত বছর সেপ্টেম্বর মাসে আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। বিয়ের পাঁচ মাস পেরোতেই না কি অন্তঃসত্ত্বা অভিনেত্রী। এমন খবর ইতোমধ্যেই বেশকিছু ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছিল। তবে অভিনেত্রী এখনই মা হচ্ছেন না। তার পারিবারিক সূত্র থেকে ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামায় এমনটাই নিশ্চিত করা হয়েছে।
সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে অভিনেত্রীর একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা গেছে, পাপারাজ্জিদের দেখে পেট ঢাকতে চেষ্টা করেছেন পরিণীতি। এরপরই নেটপাড়ার একাংশ ধারণা করে তিনি অন্তঃসত্ত্বা। তবে সেই ধারণা বদলে দিতেই পরিণীতির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি অন্তঃসত্ত্বা নন। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র বলেন, ‘কারও ব্যক্তিগত জীবন নিয়ে এভাবে আলোচনা করা একদমই ঠিক নয়। তিনি এখনই মা হচ্ছেন না। এ বিষয় নিয়ে প্রকাশিত সংবাদে বিরক্ত পরিণীতি।’
২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর পাঞ্জাবি রীতি রেওয়াজ মেনে উদয়পুরে রাজকীয় বিয়ে সেরেছেন পরিণীতি ও রাঘব চাড্ডা। অভিনয়ের পাশাপাশি পরি নিজের নতুন সংগীত ক্যারিয়ার শুরু করেছেন। ইতোমধ্যে মুম্বাইতে একক কনসার্টও করেছেন তিনি। সূত্র : কালবেলা।