‘শয়তান’-এর ব্যাপক সাড়া
- প্রকাশের সময় : ০৩:১৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
- / ৮২ বার পঠিত
ট্রেলারেই চমকে দিয়েছিল নির্মাতা বিকাশ বাহলের আসন্ন সিনেমা ‘শয়তান’। ২ মিনিট ২৬ সেকেন্ডেই বুঝিয়ে দেওয়া হয় ভয়ংকর কিছু নিয়ে আসছেন অজয়। সেই প্রভাব পড়েছে এবার অগ্রিম টিকিট বুকিং সাইডগুলোতে। যেখানে ব্যাপক সাড়া মিলছে বলে নিশ্চিত করেছে নির্মাতা।
শনিবার (২ মার্চ) থেকে সীমিত আকারে ‘শয়তান’র অগ্রিম বুকিং শুরু হয়। সর্বশেষ আপডেট অনুসারে, প্রথম দিনের জন্য এখন পর্যন্ত পুরো ভারতজুড়ে ৪,১১৫টি টিকিট বিক্রি হয়েছে। ধারণা করা হচ্ছে এভাবে চলতে থাকলে মুক্তির আগেই টিকিট বিক্রি করে ১০ কোটি রুপি ছাড়িয়ে যাবে সিনেমাটি। এমন সংবাদ প্রকাশ হওয়ার পর অজয় দেবগণ, আর মাধবন সিনেমাপ্রেমীদের জানিয়েছেন ভালোবাসা।
অল্প বাজেটের শয়তানে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করেছেন অজয়। সিনেমায় তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা এবং মেয়ের চরিত্রে অভিনয় করেছেন জানকি বদিওয়ালা। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে আর মাধবনকে। সূত্র : কালবেলা।