যে দুই নায়িকার কথা আজও ভোলেননি ক্যাটরিনা
- প্রকাশের সময় : ০২:৪৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
- / ৭০ বার পঠিত
বলিউডে ক্যাটরিনা কাইফ প্রায় দু-দশক কাটিয়ে ফেললেন। ২০০৩ সালে ‘বুম’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন ক্যাটরিনা। রূপালী পর্দায় হাতেখড়ি হওয়ার আগে মডেলিং করতেন তিনি। কেরিয়ারের প্রথম ছবিতে তেমন সাফল্য পাননি তিনি। মুখ থুবড়ে পড়েছিলেন। তবে ‘ম্যায়নে প্যায়ার কিঁউ কিয়া’র হাত ধরেই রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তখন বলিউডে ক্যাটরিনাকে পথ দেখানোর মতো কেউ ছিল না।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক খবরে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন ক্যাটরিনা কাইফকে বলিউডে প্রতিষ্ঠিত করার জন্য যারা সবচেয়ে বেশি অবদান রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন অভিনেত্রী। তিনি স্পষ্ট করে বলেছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং লারা দত্তের কারণে আজ সুপারস্টার।
ক্যাটরিনা আরও জানিয়েছেন, বলিউডে তার দুই অগ্রজ প্রিয়াঙ্কা আর লারার কাছ থেকে প্রশিক্ষণ পেয়েছেন। ক্যাটরিনাকে হাতে ধরে নাচ শিখিয়েছেন তারা দুইজন।
অতীতের স্মৃতিচারণ করে ক্যাটরিনা বলেন, ‘বলিউডি সিনেমায় কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করছিলাম। হিন্দি শিখতে শুরু করি। সেই সময় কত্থকের ক্লাসেও ভর্তি হই। প্রিয়াঙ্কা ছিল সেই ক্লাসের ‘স্টার’। প্রিয়াঙ্কা সবচেয়ে ভালো নাচ করত। তাই আমিও ওর কাছ থেকেই শিখে নিতাম।’ সূত্র : আমাদের সময়।