উচ্ছ্বসিত বুবলী

- প্রকাশের সময় : ০৩:০৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
- / ৬৯ বার পঠিত
শবনম বুবলী অভিনীত সরকারি অনুদানের ‘দেয়ালের দেশ’ মুক্তি পাচ্ছে ঈদে। এ সিনেমায় তার নায়ক শরিফুল রাজ। প্রথমবারের মতো জুটি হয়ে এই সিনেমায় অভিনয় করেছেন তারা। এবার জানা গেল বুবলীর আরও একটি সিনেমা ঈদে মুক্তির জন্য প্রস্তুত। জসিম উদ্দিন জাকির নির্মিত ‘মায়া: দ্য লাভ’ শীর্ষক এ সিনেমায় বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন তিনজন নায়ক। এরা হলেন- আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক এবং জিয়াউল রোশান। এ সিনেমার গল্পটিও অন্যরকম। এতে দেখা যাবে বুবলীকে পাগলের মতো ভালোবাসে মিলন। কিন্তু সে ভালোবাসে রোশানকে। তবে সবাইকে চমকে দিয়ে বিয়ের আসর থেকে সাইমনের হাত ধরে পালিয়ে যাবে বুবলী।
এরকম নানা চড়াই-উতরাই নিয়েই ছবিটি তৈরি হয়েছে। ঈদে দুই দুইটি ছবি মুক্তি পাচ্ছে। কেমন মনে হচ্ছে? এ নায়িকা বলেন, ঈদে বেশ কিছু ভালো ছবি মুক্তি পেতে যাচ্ছে। বলতে পারেন আমি উচ্ছ্বসিত। তার মধ্যে থেকে আমার অভিনীত ‘দেয়ালের দেশ’ ও ‘মায়া; দ্য লাভ’ মুক্তি পাচ্ছে। দুটি ছবি একেবারে দুই রকম। প্রথম ছবিটি গল্পনির্ভর। ছবিটি দেখলে দর্শক অন্যরকম এক অনুভূতি পাবেন। আর পরের ছবিটি পুরোপুরি বাণিজ্যিক। গল্প, গান, নাচ, রোমান্সে ভরপুর মাসালা সিনেমা। ঈদে আমার দুই ধরনের ছবি মুক্তি পেতে যাচ্ছে বলে ভালো লাগছে। সূত্র : মানবজমিন
হককথা/নাছরিন