ক্লাস করেননি একদিনও, কীভাবে গ্র্যাজুয়েট হলেন আরিয়ান? গোপন তথ্য ফাঁস যুক্তরাষ্ট্রের শিক্ষকের
- প্রকাশের সময় : ০২:৩৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
- / ৭৫ বার পঠিত
মাদকচক্রে নাম জুড়ে তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান। নিন্দুকরা তো ভেবেই নিয়েছিল আরিয়ানের আর কিছু হবে না। তবে সবাই চমকে ছবির পরিচালনায় নাম লেখালেন আরিয়ান। শীঘ্রই ওটিটিতে মুক্তি পাবে আরিয়ানের প্রথম ছবি ‘স্টারডম’। কিন্তু তারই আগে আরিয়ানের নামে বিস্ফোরক মন্তব্য করে বসলেন সাউথ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রিয়া জয়কুমার। তার কথায়, আরিয়ানকে কখনই তিনি দেখেননি! ব্যাপারটা একটু বিশদে বলা যাক। সাউথ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের সঙ্গে নিয়ে ‘স্টারডম’ সিরিজ বানাচ্ছেন আরিয়ান। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রিয়া জয়কুমার ফাঁস করেন এক গোপন তথ্য।
এক সংবাদমাধ্যমে সম্প্রতি তিনি জানান, আমার ক্লাসে একবারও আরিয়ানকে দেখিনি। আসলে করোনা আবহে ভর্তি হয়েছিল আরিয়ান। ছাত্র সংখ্যা ছিল ৩৫০- জন। আলাদা করে আরিয়ানের সঙ্গে কথা বলা হয়নি। তবে হ্যাঁ, শাহরুখের সঙ্গে বহুবার কথা এবং দেখা হয়েছে।
শাহরুখের মতো অভিনয় করবেন নাকি অন্য কোনো ক্যারিয়ার বাছবেন আরিয়ান? তা নিয়ে জল্পনা অনেক আগে থেকেই ছিল বলিউডে। তবে শাহরুখপুত্র আরিয়ান কখনই খোলসা করেননি আসলে কী করবেন তিনি। কিন্তু মাঝে মধ্যেই খবরে আসত, আরিয়ান নাকি অভিনয়ের থেকে সিনেমা পরিচালনাতেই বেশি মন দিতে চান। তার মাঝেই টুক করে মদের কোম্পানি ও পোশাকের ব্র্যান্ড খুলে ফেললেন আরিয়ান। শোনা যাচ্ছে, জনপ্রিয় এক ওটিটি প্ল্যাটফর্মেই নাকি দেখা যাবে আরিয়ানের পরিচালনায় তৈরি ৬ এপিসোডের এই সিরিজ। সূত্র বলছে, শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিসের ব্যানারে তৈরি হচ্ছে আরিয়ানের এই সিরিজ। সূত্র : ডেইলি-বাংলাদেশ।