বিজ্ঞাপন :
গায়ের রং নিয়ে মন্তব্য, মাহি বললেন মধ্যযুগীয় ধ্যান-ধারণা
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০৫:৩৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
- / ৬৪ বার পঠিত
সম্প্রতি ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহির একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে মেকআপ ছাড়া একদম সাদামাটা মাহিকে দেখা গেছে। ভিডিওটি দেখে অনেকে মাহির গায়ের রং নিয়ে কটু মন্তব্য করেছেন। বিষয়টি নজর এড়ায়নি মাহিরও।
মানুষের ভালোবাসা রয়েছে। কিন্তু তার পরও মাঝেমধ্যে রং নিয়ে মানুষের এমন ট্রল করা আমাকে ভাবায়। যদিও গুটিকয়েক মানুষই কেবল এমনটা করে থাকেন। অথচ একজন মানুষকে, একজন অভিনেত্রীকে তার কাজ দিয়ে বিচার করা উচিত। অন্য কোনো কিছু দিয়ে নয়। ’
নিজের চেয়ে কাজের সমালোচনা করলে বেশি খুশি হন। বিষয়টি উল্লেখ করে তিনি লেখেন, কাজের সমালোচনা করুন, মাথা পেতে নেব। নিজেকে আরও শোধরানোর চেষ্টা করব। কিন্তু এভাবে গায়ের রং নিয়ে কথা বলে নিজের পরিচয় দেবেন না। আমি আপনাদের জন্য কাজ করছি, করে যাব। আপনাদের ভালোবাসায় থাকতে চাই, বাঁচতে চাই। সূত্র : সমকাল।