তবে কী শ্রদ্ধার গলার পেন্ডেন্ট রাহুলের নামেই?
- প্রকাশের সময় : ১২:৫৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- / ৪৭ বার পঠিত
বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে শ্রদ্ধা কাপুর নাকি প্রেমে পড়েছেন। তারই ছবির স্ক্রিপ্ট এবং গল্প লেখক রাহুল মোদীর নাম সেখানে যুক্ত হয়েছে। যদিও এই বিষয়ে শ্রদ্ধা এখনই কিছু বলেননি। তবুও তার ভক্তরা অনুমান করছেন তু ঝুটি ম্যায় মাক্কার ছবির গল্পের লেখকের সঙ্গে প্রেম চলছে তার। এর প্রমাণও পাওয়া গেল এবার।
শ্রদ্ধা কাপুর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে তিনি একটি সোফায় নাইট ড্রেস পরে শুয়ে আছেন। আর তার গলায় দেখা যাচ্ছে R (আর) লেখা পেন্ডেন্ট। সেটা দেখেই তার ভক্তরা নিশ্চিত হয়ে গেছেন, তারা দুজন প্রেম করছেন। তাই প্রেমিক রাহুলের আদ্যক্ষর R কে গলায় পরে ঘুরে বেড়াচ্ছেন। ছবিটি পোস্ট করে শ্রদ্ধা লেখেন, কিছু না ভাই, রোববার তাই কিছুই করছি না। তিনি এটা পোস্ট করার পর তাতে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।
এক ব্যক্তি লেখেন, R মানে? সবাই যা ভাবছে তাই? কেউ আবার লেখেন, R দিয়ে রাহুল মোদী। জানি তো। এবার এবিসিডি শেখাচ্ছেন নাকি! তৃতীয় ব্যক্তির লেখেন, R দিয়ে কী কী গোপন রহস্য আছে জানিয়ে ফেলুন ঝটপট।
শ্রদ্ধা কাপুর এবং রাহুল মোদী শীঘ্রই তাদের সম্পর্কের কথা ঘোষণা করবেন। তবে আপাতত তারা তাদের রোম্যান্টিক জীবনটিকে ব্যক্তিগত রাখতে চান। তাদের এই সম্পর্ক নিয়ে তাদের পরিবারেও নাকি খুবই খুশি। শ্রদ্ধা কাপুরকে শেষবার তু ঝুটি ম্যায় মাক্কার ছবিতে দেখা গিয়েছিল। গত বছর মুক্তি পেয়েছিল সেই ছবিটি। সূত্র : ঢাকা পোষ্ট।