নিউইয়র্ক ১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

৮৭তম অ্যাকাডেমী অ্যাওয়ার্ডস : সেরা চলচ্চিত্র ‘বার্ডম্যান’

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:১৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৫
  • / ৮৮২ বার পঠিত

হলিউড (ক্যালিফোর্নিয়া): ‘বার্ডম্যান অর (দি আনএক্সপেক্টেড ভার্চু অফ ইগনোরেন্স)’ ৮৭তম অ্যাকাডেমী অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা চলচ্চিত্রের অস্কার পেয়েছে। গত বছর আলফোনসো কুয়ারোন তার ‘গ্র্যাভিটি’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম মেক্সিকান হিসেবে শ্রেষ্ঠ পরিচালকের অস্কার জয় করে এক দ্বার উন্মোচন করেছিলেন। তারই পথ অনুসরণ করে একই দেশের আলেহান্দ্রো গোনসালেস ইনিয়ারিতু একই বিভাগে ‘বার্ডম্যান অর (দি আনএক্সপেক্টেড ভার্চু অফ ইগনোরেন্স)’ চলচ্চিত্রটির জন্য অস্কার পেলেন। ‘বার্ডম্যান’ চলচ্চিত্রটি এমন এক অভিনেতার গল্প যে একসময় সুপারহিরোর ভূমিকায় জনপ্রিয়তা পেয়েছিল, পরের জীবনে সে সিরিয়াস ভূমিকায় তার অভিনয় দক্ষতা প্রমাণ করার প্রয়াস পায়। এবারের অস্কারে সবচেয়ে বেশি আলোচিত চলচ্চিত্র ছিল ‘বার্ডম্যান অর (দি আনএক্সপেক্টেড ভার্চু অফ ইগনোরেন্স)’ এবং ‘বয়হুড’। এর মধ্যে প্রথমটি নয়টি মনোনয়ন পেয়ে চারটি পুরস্কার পেয়েছে আর পরেরটি চারটি মনোনয়নের বিপরীতে একটি। ‘দ্য গ্র্যান্ড বুডাপেস্ট হোটেল’ প্রথমটির মত নয়টি মনোনয়ন পেয়ে চারটি অস্কার পেয়েছে।‘দ্য থিওরি অফ এভরিথিং’ চলচ্চিত্রে তাত্ত্বিক পদার্থবিদ ও কসমোলজিস্ট স্টিফেন হকিংয়ের ভূমিকায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতার অস্কার জয় করেছেন এডি রেডমেইন। শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন জুলিয়েন মুর; তিনি ‘স্টিল অ্যালিস’ চলচ্চিত্রে অ্যালযাইমার আক্রান্ত কলেজ অধ্যাপক অ্যালিস হাউল্যান্ড।‘হুইপল্যাশ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য পার্শ্ব অভিনেতা বিভাগে অস্কার পেয়েছেন জে. কে. সিমন্স; চলচ্চিত্রটিতে তিনি ফ্লেচার নামে এক সঙ্গীত শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন অপমান আর হুমকি যার শিক্ষাদানের পদ্ধতি। ‘বয়হুড’ চলচ্চিত্রে অলিভিয়া এভান্স নামে সদ্য তালাকপ্রাপ্ত এক দুই সন্তানের মায়ের ভূমিকায় অভিনয়ের জন্য প্যাট্রিসিয়া আর্কেট শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কার স্বীকৃতি পেয়েছেন। বেম্যাক্স নামে একটি কোমল স্বভাবের হেল্থ কেয়ার রোবটকে যোদ্ধা রোবটে পরিণত করার জন্য একদল কিশোর উদ্ভাবকের প্রচেষ্টা নিয়ে নির্মিত ‘বিগ হিরো- সিক্স’ সেরা পূর্ণদৈর্ঘ্য এনিমেটেড চলচ্চিত্র হিসেবে অস্কার পেয়েছে।
হলিউডের সুপরিসর ডলবি থিয়েটারে ২৩ ফেব্রুয়ারী সোমবার বাংলাদেশ সময় সকাল ৭টা (যুক্তরাষ্ট্রের প্যাসিফিক মান সময় বিকাল ৪টা, ২২ ফেব্রুয়ারী) থেকে শুরু হয় অস্কার নামে সমধিক পরিচিত অ্যাকাডেমী অ্যাওয়ার্ডস। অভিনেত্রী ও টক শো উপস্থাপিকা এলেন ডিজেনারেস দ্বিতীয়বারের মত অস্কার উপস্থাপনা করেছেন, তিনি এর আগে ২০০৭ সালে ৭৯তম অস্কার অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন।‘হাউ আই মেট উওর মাদার’ সিরিজের তারকা নিল প্যাট্রিক হ্যারিস এবারের অ্যাকাডেমী অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান উপস্থাপকের দায়িত্ব পালন করেছেন। এটি তার প্রথম অস্কার উপস্থাপনা।এবিসি নেটওয়ার্ক ৮৬ অ্যাকাডেমী অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে।
৮৭ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এ যারা বা যে চলচ্চিত্রগুলো অস্কার পেয়েছে:
সেরা চলচ্চিত্র : ‘বার্ডম্যান অর (দি আনএক্সপেক্টেড ভার্চু অফ ইগনোরেন্স)’।
শ্রেষ্ঠ অভিনেতা : এডি রেডমেইন (‘দ্য থিওরি অফ এভরিথিং’)।
শ্রেষ্ঠ অভিনেত্রী : জুলিয়েন মুর (‘স্টিল অ্যালিস’)
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা : জে. কে. সিমন্স (‘হুইপল্যাশ’)।
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী : প্যাট্রিসিয়া আর্কেট (‘বয়হুড’)।
সেরা পূর্ণদৈর্ঘ্য এনিমেটেড চলচ্চিত্র : ‘বিগ হিরো- সিক্স’।
সিনেমাটোগ্রাফি : ‘বার্ডম্যান অর (দি আনএক্সপেক্টেড ভার্চু অফ ইগনোরেন্স)’।
কস্টিউম ডিজাইন : মিলেনা ক্যানোনেরা (‘দ্য গ্র্যান্ড বুডাপেস্ট হোটেল’)।
শ্রেষ্ঠ পরিচালক : আলেহান্দ্রো গোনসালেস ইনিয়ারিতু [‘বার্ডম্যান অর (দি আনএক্সপেক্টেড ভার্চু অফ ইগনোরেন্স)’]।
পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র : ‘সিটিযেনফোর’।
স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র : ‘ক্রাইসিস হটলাইন : ভেটেরান্স প্রেসু ওয়ান’।
চলচ্চিত্র সম্পাদনা : টম ক্রস (‘হুইপল্যাশ’)।
সেরা চলচ্চিত্র (বিদেশী ভাষা) : ‘ইডা’ (পোলিশ ভাষা-পোল্যান্ড)।
মেকআপ ও হেয়ারস্টাইলিং : ফ্রান্সেস হ্যানন এবং মার্ক কুলিয়ের (‘দ্য গ্র্যান্ড বুডাপেস্ট হোটেল’)।
সেরা মৌলিক যন্ত্রসঙ্গীত : ‘দ্য গ্র্যান্ড বুডাপেস্ট হোটেল’- আলেকসান্দ।
সেরা মৌলিক কণ্ঠসঙ্গীত : গ্লোরি (‘সেলমা’)- জন লেজেন্ড এবং কমন।
শিল্প নির্দেশনা : অ্যাডাম স্টকহাউসেন এবং অ্যানা পিনক (‘দ্য গ্র্যান্ড বুডাপেস্ট হোটেল’)।
স্বল্পদৈর্ঘ্য এনিমেটেড চলচ্চিত্র : ‘ফিস্ট’।
স্বল্পদৈর্ঘ্য লাইভ অ্যাকশন চলচ্চিত্র : ‘দ্য ফোন কল’।
সাউন্ড সম্পাদনা : অ্যালান মারি এবং বাব অ্যাসম্যান (‘অ্যামেরিকান স্নাইপার’)।
সাউন্ড মিক্সিং : ক্রেইগ ম্যান, বেন উইলকিন্স এবং টেমাস কর্লি (‘হুইপল্যাশ’)।
ভিজুয়াল ইফেক্ট্স : ‘ইন্টারস্টেলার’।
চিত্রনাট্য (সংগৃহীত) : ‘দি ইমিটেশন গেইম’ (‘অ্যালান টার্নিং : দি এনিগমা’ অবলম্বনে)।
চিত্রনাট্য (মৌলিক) : ‘বার্ডম্যান অর (দি আনএক্সপেক্টেড ভার্চু অফ ইগনোরেন্স)’।
(দৈনিক ইনকিলাব)

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

৮৭তম অ্যাকাডেমী অ্যাওয়ার্ডস : সেরা চলচ্চিত্র ‘বার্ডম্যান’

প্রকাশের সময় : ০৯:১৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৫

হলিউড (ক্যালিফোর্নিয়া): ‘বার্ডম্যান অর (দি আনএক্সপেক্টেড ভার্চু অফ ইগনোরেন্স)’ ৮৭তম অ্যাকাডেমী অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা চলচ্চিত্রের অস্কার পেয়েছে। গত বছর আলফোনসো কুয়ারোন তার ‘গ্র্যাভিটি’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম মেক্সিকান হিসেবে শ্রেষ্ঠ পরিচালকের অস্কার জয় করে এক দ্বার উন্মোচন করেছিলেন। তারই পথ অনুসরণ করে একই দেশের আলেহান্দ্রো গোনসালেস ইনিয়ারিতু একই বিভাগে ‘বার্ডম্যান অর (দি আনএক্সপেক্টেড ভার্চু অফ ইগনোরেন্স)’ চলচ্চিত্রটির জন্য অস্কার পেলেন। ‘বার্ডম্যান’ চলচ্চিত্রটি এমন এক অভিনেতার গল্প যে একসময় সুপারহিরোর ভূমিকায় জনপ্রিয়তা পেয়েছিল, পরের জীবনে সে সিরিয়াস ভূমিকায় তার অভিনয় দক্ষতা প্রমাণ করার প্রয়াস পায়। এবারের অস্কারে সবচেয়ে বেশি আলোচিত চলচ্চিত্র ছিল ‘বার্ডম্যান অর (দি আনএক্সপেক্টেড ভার্চু অফ ইগনোরেন্স)’ এবং ‘বয়হুড’। এর মধ্যে প্রথমটি নয়টি মনোনয়ন পেয়ে চারটি পুরস্কার পেয়েছে আর পরেরটি চারটি মনোনয়নের বিপরীতে একটি। ‘দ্য গ্র্যান্ড বুডাপেস্ট হোটেল’ প্রথমটির মত নয়টি মনোনয়ন পেয়ে চারটি অস্কার পেয়েছে।‘দ্য থিওরি অফ এভরিথিং’ চলচ্চিত্রে তাত্ত্বিক পদার্থবিদ ও কসমোলজিস্ট স্টিফেন হকিংয়ের ভূমিকায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতার অস্কার জয় করেছেন এডি রেডমেইন। শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন জুলিয়েন মুর; তিনি ‘স্টিল অ্যালিস’ চলচ্চিত্রে অ্যালযাইমার আক্রান্ত কলেজ অধ্যাপক অ্যালিস হাউল্যান্ড।‘হুইপল্যাশ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য পার্শ্ব অভিনেতা বিভাগে অস্কার পেয়েছেন জে. কে. সিমন্স; চলচ্চিত্রটিতে তিনি ফ্লেচার নামে এক সঙ্গীত শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন অপমান আর হুমকি যার শিক্ষাদানের পদ্ধতি। ‘বয়হুড’ চলচ্চিত্রে অলিভিয়া এভান্স নামে সদ্য তালাকপ্রাপ্ত এক দুই সন্তানের মায়ের ভূমিকায় অভিনয়ের জন্য প্যাট্রিসিয়া আর্কেট শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কার স্বীকৃতি পেয়েছেন। বেম্যাক্স নামে একটি কোমল স্বভাবের হেল্থ কেয়ার রোবটকে যোদ্ধা রোবটে পরিণত করার জন্য একদল কিশোর উদ্ভাবকের প্রচেষ্টা নিয়ে নির্মিত ‘বিগ হিরো- সিক্স’ সেরা পূর্ণদৈর্ঘ্য এনিমেটেড চলচ্চিত্র হিসেবে অস্কার পেয়েছে।
হলিউডের সুপরিসর ডলবি থিয়েটারে ২৩ ফেব্রুয়ারী সোমবার বাংলাদেশ সময় সকাল ৭টা (যুক্তরাষ্ট্রের প্যাসিফিক মান সময় বিকাল ৪টা, ২২ ফেব্রুয়ারী) থেকে শুরু হয় অস্কার নামে সমধিক পরিচিত অ্যাকাডেমী অ্যাওয়ার্ডস। অভিনেত্রী ও টক শো উপস্থাপিকা এলেন ডিজেনারেস দ্বিতীয়বারের মত অস্কার উপস্থাপনা করেছেন, তিনি এর আগে ২০০৭ সালে ৭৯তম অস্কার অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন।‘হাউ আই মেট উওর মাদার’ সিরিজের তারকা নিল প্যাট্রিক হ্যারিস এবারের অ্যাকাডেমী অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান উপস্থাপকের দায়িত্ব পালন করেছেন। এটি তার প্রথম অস্কার উপস্থাপনা।এবিসি নেটওয়ার্ক ৮৬ অ্যাকাডেমী অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে।
৮৭ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এ যারা বা যে চলচ্চিত্রগুলো অস্কার পেয়েছে:
সেরা চলচ্চিত্র : ‘বার্ডম্যান অর (দি আনএক্সপেক্টেড ভার্চু অফ ইগনোরেন্স)’।
শ্রেষ্ঠ অভিনেতা : এডি রেডমেইন (‘দ্য থিওরি অফ এভরিথিং’)।
শ্রেষ্ঠ অভিনেত্রী : জুলিয়েন মুর (‘স্টিল অ্যালিস’)
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা : জে. কে. সিমন্স (‘হুইপল্যাশ’)।
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী : প্যাট্রিসিয়া আর্কেট (‘বয়হুড’)।
সেরা পূর্ণদৈর্ঘ্য এনিমেটেড চলচ্চিত্র : ‘বিগ হিরো- সিক্স’।
সিনেমাটোগ্রাফি : ‘বার্ডম্যান অর (দি আনএক্সপেক্টেড ভার্চু অফ ইগনোরেন্স)’।
কস্টিউম ডিজাইন : মিলেনা ক্যানোনেরা (‘দ্য গ্র্যান্ড বুডাপেস্ট হোটেল’)।
শ্রেষ্ঠ পরিচালক : আলেহান্দ্রো গোনসালেস ইনিয়ারিতু [‘বার্ডম্যান অর (দি আনএক্সপেক্টেড ভার্চু অফ ইগনোরেন্স)’]।
পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র : ‘সিটিযেনফোর’।
স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র : ‘ক্রাইসিস হটলাইন : ভেটেরান্স প্রেসু ওয়ান’।
চলচ্চিত্র সম্পাদনা : টম ক্রস (‘হুইপল্যাশ’)।
সেরা চলচ্চিত্র (বিদেশী ভাষা) : ‘ইডা’ (পোলিশ ভাষা-পোল্যান্ড)।
মেকআপ ও হেয়ারস্টাইলিং : ফ্রান্সেস হ্যানন এবং মার্ক কুলিয়ের (‘দ্য গ্র্যান্ড বুডাপেস্ট হোটেল’)।
সেরা মৌলিক যন্ত্রসঙ্গীত : ‘দ্য গ্র্যান্ড বুডাপেস্ট হোটেল’- আলেকসান্দ।
সেরা মৌলিক কণ্ঠসঙ্গীত : গ্লোরি (‘সেলমা’)- জন লেজেন্ড এবং কমন।
শিল্প নির্দেশনা : অ্যাডাম স্টকহাউসেন এবং অ্যানা পিনক (‘দ্য গ্র্যান্ড বুডাপেস্ট হোটেল’)।
স্বল্পদৈর্ঘ্য এনিমেটেড চলচ্চিত্র : ‘ফিস্ট’।
স্বল্পদৈর্ঘ্য লাইভ অ্যাকশন চলচ্চিত্র : ‘দ্য ফোন কল’।
সাউন্ড সম্পাদনা : অ্যালান মারি এবং বাব অ্যাসম্যান (‘অ্যামেরিকান স্নাইপার’)।
সাউন্ড মিক্সিং : ক্রেইগ ম্যান, বেন উইলকিন্স এবং টেমাস কর্লি (‘হুইপল্যাশ’)।
ভিজুয়াল ইফেক্ট্স : ‘ইন্টারস্টেলার’।
চিত্রনাট্য (সংগৃহীত) : ‘দি ইমিটেশন গেইম’ (‘অ্যালান টার্নিং : দি এনিগমা’ অবলম্বনে)।
চিত্রনাট্য (মৌলিক) : ‘বার্ডম্যান অর (দি আনএক্সপেক্টেড ভার্চু অফ ইগনোরেন্স)’।
(দৈনিক ইনকিলাব)