নিউইয়র্ক ০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

শো ২৩ ডিসেম্বর : ঠান্ড নিউইয়র্ক-কে কাঁপানোর চেষ্টা করবো 

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:৫৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২ ডিসেম্বর ২০১৮
  • / ৬০৯ বার পঠিত

নিউইয়র্ক (ইউএনএ): সঙ্গীতের মাধ্যমে ঠান্ড নিউইয়র্ক-কে কাঁপানোর চেষ্টা করবেন নগর বাউল খ্যাত ব্যান্ড সঙ্গীত তারকা জেমস। তবে নতুন কোন গান দিয়ে নয়, পুরনো জনপ্রিয় দিয়েই তিনি নিউইয়র্ক সহ উত্তর আমেরিকার সঙ্গীত পিপাসুদের মন ভরিয়ে দিতে চান। জেমস বলেন, নতুন বছরে তার কোন নতুন গান আসছে না। তবে ভারতের কলকাতা দেশ-বিদেশে একাধিক কনসার্ট করার কর্মসূচী রয়েছে। খবর ইউএনএ’র।
নিউইয়র্কে আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে শিল্পী জেমস উপরোক্ত কথা বলেন। শো টাইমস মিউজিকের আয়োজনে জেমস-এর কনসার্ট উপলক্ষে মঙ্গলবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ী ও পৃষ্ঠপোষক, এনওয়াই ইন্সুরেন্সের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ।
অনুষ্ঠানে আলমগীর খান আলম বলেন, আমরা অল্পকিছুদিন আগে আইয়ুব বাচ্চুকে হারিয়েছি। ফলে বাংলা ব্যান্ড সঙ্গীত জগতে একটা শূন্যতার সৃষ্টি হয়েছে। ইচ্ছে ছিল আইয়ুব বাচ্চু আর জেমস- দু’জনকে নিয়েই নিউইয়র্কে কনসার্ট আয়োজন করবো। কিন্তু তা আর হলো না। একদিকে আইয়ুব বাচ্চু চলে গেলেন, অপরদিকে জেমস ভাই’র ভিসা পেতে বিলম্ব হলো। আর নানা জটিলতার মধ্যেও তিনি (জেমস) ভিসা পাওয়া মাত্রই নিইউয়র্ক চলে এসেছেন। তবে শীতের মধ্যে অনুষ্ঠান করা কথা না থাকলেও আশরা করছি জেমস-এর কনসার্ট সফল হবে। তিনি জানান, আগামী ২৩ ডিসেম্বর রোববার জ্যামাইকার আমাজুরা হলে এই কনসার্ট আয়োজন করা হবে। সেখানে নগর বাউলের পাশাপাশি প্রবাসের শিল্পীরাও পারফর্ম করবেন। কনসার্টে শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ ছাড়। কনসার্টিটি সফল করতে তিনি সকল মিডিয়া সহ সকল প্রবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

শো ২৩ ডিসেম্বর : ঠান্ড নিউইয়র্ক-কে কাঁপানোর চেষ্টা করবো 

প্রকাশের সময় : ০২:৫৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২ ডিসেম্বর ২০১৮

নিউইয়র্ক (ইউএনএ): সঙ্গীতের মাধ্যমে ঠান্ড নিউইয়র্ক-কে কাঁপানোর চেষ্টা করবেন নগর বাউল খ্যাত ব্যান্ড সঙ্গীত তারকা জেমস। তবে নতুন কোন গান দিয়ে নয়, পুরনো জনপ্রিয় দিয়েই তিনি নিউইয়র্ক সহ উত্তর আমেরিকার সঙ্গীত পিপাসুদের মন ভরিয়ে দিতে চান। জেমস বলেন, নতুন বছরে তার কোন নতুন গান আসছে না। তবে ভারতের কলকাতা দেশ-বিদেশে একাধিক কনসার্ট করার কর্মসূচী রয়েছে। খবর ইউএনএ’র।
নিউইয়র্কে আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে শিল্পী জেমস উপরোক্ত কথা বলেন। শো টাইমস মিউজিকের আয়োজনে জেমস-এর কনসার্ট উপলক্ষে মঙ্গলবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ী ও পৃষ্ঠপোষক, এনওয়াই ইন্সুরেন্সের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ।
অনুষ্ঠানে আলমগীর খান আলম বলেন, আমরা অল্পকিছুদিন আগে আইয়ুব বাচ্চুকে হারিয়েছি। ফলে বাংলা ব্যান্ড সঙ্গীত জগতে একটা শূন্যতার সৃষ্টি হয়েছে। ইচ্ছে ছিল আইয়ুব বাচ্চু আর জেমস- দু’জনকে নিয়েই নিউইয়র্কে কনসার্ট আয়োজন করবো। কিন্তু তা আর হলো না। একদিকে আইয়ুব বাচ্চু চলে গেলেন, অপরদিকে জেমস ভাই’র ভিসা পেতে বিলম্ব হলো। আর নানা জটিলতার মধ্যেও তিনি (জেমস) ভিসা পাওয়া মাত্রই নিইউয়র্ক চলে এসেছেন। তবে শীতের মধ্যে অনুষ্ঠান করা কথা না থাকলেও আশরা করছি জেমস-এর কনসার্ট সফল হবে। তিনি জানান, আগামী ২৩ ডিসেম্বর রোববার জ্যামাইকার আমাজুরা হলে এই কনসার্ট আয়োজন করা হবে। সেখানে নগর বাউলের পাশাপাশি প্রবাসের শিল্পীরাও পারফর্ম করবেন। কনসার্টে শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ ছাড়। কনসার্টিটি সফল করতে তিনি সকল মিডিয়া সহ সকল প্রবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।