নিউইয়র্ক ০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

যেভাবে মৌসুমী-ওমর সানি মা-বাবা হলেন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:২৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • / ৪৬ বার পঠিত

হককথা ডেস্ক: ভারতের মাদ্রাজ থেকে খবর এলো মৌসুমী অন্তঃসত্ত¡া। দেশের গোটা চলচ্চিত্র শিল্পের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কারণ তখন তিনি অসংখ্য ছবির নায়িকা। বেশিরভাগ ছবিতেই তার নায়ক ওমর সানি। তাদের অন্তরঙ্গ সম্পর্ক নিয়ে গুজব থাকলেও তারা বিয়ে করবেন একথা অনেকেই বিশ্বাস করতেন না। কিন্তু মাদ্রাজ থেকে উড়ে আসা এই খবরে পুরো চলচ্চিত্র শিল্পের রাগ কেন্দ্রীভূত হল ওমর সানী ও মৌসুমী’র উপর।
ব্যাপারটা মৌসুমী ঢাকায় টের পেলেও টেস্ট করানোর সাহস পাননি। ভেবেছিলেন লোকজন টের পেয়ে যাবে। একটা ছবির শ্যুটিং এ আউটডোরে গিয়ে তিনি মাদ্রাজে গিয়ে পরীক্ষা করিয়ে নিশ্চিত হন যে, তিনি মা হতে চলেছেন।
ইউনিটের লোকদের কল্যাণে ঢাকায় খবর পৌঁছে গেল। অবস্থাটা উপলব্ধি করলেন মৌসুমী’র বাবা নাজমুজ্জামান মনি। প্রায় সঙ্গে সঙ্গে তিনি একটা চাইনিজ রেস্তোরাঁয় সাংবাদিকদের ডাকলেন। অকপটে স্বীকার করলেন ওমর সানির সাথে তার মেয়ের অনেক আগেই বিয়ে হয়েছে। প্রযোজকদের আর্থিক ক্ষতির কথা চিন্তা করে কথাটি গোপন রেখেছিলেন। কিন্তু যেহেতু তিনি নানা হতে যাচ্ছেন, তাই খবরটি আর গোপন রাখা যাচ্ছেনা।
১৯৯৫ সালে গোপনে বিয়ে করলেও ১৯৯৬ সালের আগস্ট এ তারা বিয়ের অনুষ্ঠান করেন শেরাটনে। রাষ্ট্রপতি উপহার পাঠান। সাংবাদিকরা মৌসুমী’র গোপন বিয়ের কথা আগে থেকেই জানতেন কিন্তু অনেকেই পাত্তা দেননি। মৌসুমী’র বাবার স্বীকারোক্তি প্রমাণ করে দিয়েছিল সাংবাদিকেরা সবসময় মিথ্যা খবর ছড়ান না বরং তারকাদের স্বার্থে সত্যটা চেপে যান।
আবার অনেক সাংবাদিক লেখালেখি করে মৌসুমীর মত জনপ্রিয় উঠতি তারকা ক্যারিয়ারের কয়েক বছরের মাথায় বিয়ে মোটেও করতে পারেনা। তাদের ভাষ্য মতে সানির সাথে জুটি করে ছবি করার সময় বিশেষ ঘটনার কবলে পরে পেটে বাচ্চা আসে। এবং সময় বিলম্ব হওয়াতে এভর্শন করাতে ভয় পাচ্ছিল তারা পরে দূর থেকে মৌসুমীর বাবাকে দিয়ে বিয়ের অ্যানাউন্স করে ফেলে এবং তার প্রমাণ স্বরূপ বিয়ের ৫-৬ মাস পরে মৌসুমী প্রথম সন্তান একদম সুস্থ জন্মগ্রহন করেন।
পত্রিকায় এসব পড়ে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, কেউ বলছিল গোপনে বিয়ে হয়েছিল কেউ বলছিলো পেটে বাচ্চা আসায় বিপদে পরে দুই উঠতি তারকা বিয়ে করে ফেলেছে। লজিকও তাই বলে, মৌসুমী তখন প্রথম সারির নায়িকা। সে কেন এমন পালিয়ে ঘরোয়াভাবে সানির মত দ্বিতীয় সারির নায়ককে বিয়ে করতে যাবে? তা করলেও হাতের ছবি শেষ করে ঘটা করে করা যায়। কি এমন তাড়াহুড়া যে গোপনে করে ফেলতেই হবে আর মাদ্রাজ গিয়ে বাচ্চা সহ খবর জানাতে হবে! (সূত্র: ঢাকার পত্রপত্রিকা ও ফেসবুক)
উল্লেখ্য, গত ৩ নভেবম্বর ছিলো ছিল মৌসুমীর জন্মদিন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

যেভাবে মৌসুমী-ওমর সানি মা-বাবা হলেন

প্রকাশের সময় : ১২:২৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

হককথা ডেস্ক: ভারতের মাদ্রাজ থেকে খবর এলো মৌসুমী অন্তঃসত্ত¡া। দেশের গোটা চলচ্চিত্র শিল্পের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কারণ তখন তিনি অসংখ্য ছবির নায়িকা। বেশিরভাগ ছবিতেই তার নায়ক ওমর সানি। তাদের অন্তরঙ্গ সম্পর্ক নিয়ে গুজব থাকলেও তারা বিয়ে করবেন একথা অনেকেই বিশ্বাস করতেন না। কিন্তু মাদ্রাজ থেকে উড়ে আসা এই খবরে পুরো চলচ্চিত্র শিল্পের রাগ কেন্দ্রীভূত হল ওমর সানী ও মৌসুমী’র উপর।
ব্যাপারটা মৌসুমী ঢাকায় টের পেলেও টেস্ট করানোর সাহস পাননি। ভেবেছিলেন লোকজন টের পেয়ে যাবে। একটা ছবির শ্যুটিং এ আউটডোরে গিয়ে তিনি মাদ্রাজে গিয়ে পরীক্ষা করিয়ে নিশ্চিত হন যে, তিনি মা হতে চলেছেন।
ইউনিটের লোকদের কল্যাণে ঢাকায় খবর পৌঁছে গেল। অবস্থাটা উপলব্ধি করলেন মৌসুমী’র বাবা নাজমুজ্জামান মনি। প্রায় সঙ্গে সঙ্গে তিনি একটা চাইনিজ রেস্তোরাঁয় সাংবাদিকদের ডাকলেন। অকপটে স্বীকার করলেন ওমর সানির সাথে তার মেয়ের অনেক আগেই বিয়ে হয়েছে। প্রযোজকদের আর্থিক ক্ষতির কথা চিন্তা করে কথাটি গোপন রেখেছিলেন। কিন্তু যেহেতু তিনি নানা হতে যাচ্ছেন, তাই খবরটি আর গোপন রাখা যাচ্ছেনা।
১৯৯৫ সালে গোপনে বিয়ে করলেও ১৯৯৬ সালের আগস্ট এ তারা বিয়ের অনুষ্ঠান করেন শেরাটনে। রাষ্ট্রপতি উপহার পাঠান। সাংবাদিকরা মৌসুমী’র গোপন বিয়ের কথা আগে থেকেই জানতেন কিন্তু অনেকেই পাত্তা দেননি। মৌসুমী’র বাবার স্বীকারোক্তি প্রমাণ করে দিয়েছিল সাংবাদিকেরা সবসময় মিথ্যা খবর ছড়ান না বরং তারকাদের স্বার্থে সত্যটা চেপে যান।
আবার অনেক সাংবাদিক লেখালেখি করে মৌসুমীর মত জনপ্রিয় উঠতি তারকা ক্যারিয়ারের কয়েক বছরের মাথায় বিয়ে মোটেও করতে পারেনা। তাদের ভাষ্য মতে সানির সাথে জুটি করে ছবি করার সময় বিশেষ ঘটনার কবলে পরে পেটে বাচ্চা আসে। এবং সময় বিলম্ব হওয়াতে এভর্শন করাতে ভয় পাচ্ছিল তারা পরে দূর থেকে মৌসুমীর বাবাকে দিয়ে বিয়ের অ্যানাউন্স করে ফেলে এবং তার প্রমাণ স্বরূপ বিয়ের ৫-৬ মাস পরে মৌসুমী প্রথম সন্তান একদম সুস্থ জন্মগ্রহন করেন।
পত্রিকায় এসব পড়ে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, কেউ বলছিল গোপনে বিয়ে হয়েছিল কেউ বলছিলো পেটে বাচ্চা আসায় বিপদে পরে দুই উঠতি তারকা বিয়ে করে ফেলেছে। লজিকও তাই বলে, মৌসুমী তখন প্রথম সারির নায়িকা। সে কেন এমন পালিয়ে ঘরোয়াভাবে সানির মত দ্বিতীয় সারির নায়ককে বিয়ে করতে যাবে? তা করলেও হাতের ছবি শেষ করে ঘটা করে করা যায়। কি এমন তাড়াহুড়া যে গোপনে করে ফেলতেই হবে আর মাদ্রাজ গিয়ে বাচ্চা সহ খবর জানাতে হবে! (সূত্র: ঢাকার পত্রপত্রিকা ও ফেসবুক)
উল্লেখ্য, গত ৩ নভেবম্বর ছিলো ছিল মৌসুমীর জন্মদিন।