ব্রঙ্কসবাসীকে মাতালেন শিল্পী তাহসান
- প্রকাশের সময় : ১০:৩৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অগাস্ট ২০১৮
- / ৮৭৭ বার পঠিত
হককথা ডেস্ক: নিউইয়র্ক, আটলান্টা আবার নিউইয়র্ক গানে গানে প্রবাসী বাংলাদেশীদের মাতিয়ে এবার ব্রঙ্কসবাসী বাংলাদেশীদের মাতালেন বাংলদেশর জনপ্রিয় শিল্পী ও অভিনেতা তাহসান। রোববার রাতে স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাহসান ছাড়াও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।
‘তাহসান লাইভ ইন ব্রঙ্কস’ শীর্ষক অনুষ্ঠানে প্রবাসের শিল্পীদের মধ্যে শারমিন তানিয়া, কামরুজ্জামান বকুল ও নাজিয়া লিনা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রবাসের জনপ্রিয় উপস্থাপক আশরাফুল হাসান বুলবুল। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানটি উপভোগ করেন।
বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট রোকন হাকিম, নাফিউল হক ও মান্না মুনতাসিরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটির টাইটেল স্পনসর ছিলো জমজম ড্রাগস ফার্মাসী আর গ্র্যান্ড স্পনসর ছিলো ইউনাইটেড অটো বডি শপ, আব্দুল সালাম আজম, প্ল্যাটিনাম স্পনসর লংজিভিটি হেলথ সার্ভিসেস। এছাড়াও স্পনসর ছিলো সিলেট মোটস, এশিয়া ইন্সুরেন্স ব্রকোরেজে, আহাদ এন্ড কো, স্টার্লিং ফার্মেসী, মুজাফফর আহমেদ, ঢাকা ডিসকাউন্ট সুপার মার্কেট এবং এন ই এস গ্রোসারী। অনুষ্ঠানটির মিডিয়া পাটনার ছিলো টাইম টেলিভিশন। পাশাপাশি অনুষ্ঠানটি সফল করতে বিশেষ সহযোগিতায় ছিলেন জিসান ইকবাল, মুহম্মদ জাকারিয়া মিজানুর রহমান, তুফায়েল মুস্তাফিজ, নাজির উদ্দিন, রুমেল হোসাইন ও আব্দুল হালিম।