বাংলা, হিন্দিী, উর্দু আর ইংরেজী গান গেয়ে মুগ্ধ করলেন বেবী নাজনীন
- প্রকাশের সময় : ০৩:১৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫
- / ১৬৬৪ বার পঠিত
নিউইয়র্ক: নিউইয়র্কে প্রথমবারের মতো জ্যামাইকা হিলস পার্টনারশীপের আয়োজনে সঙ্গীতানুষ্ঠানে বাংলা, হিন্দিী, উর্দু আর ইংরেজীতে গান গেয়ে মুগ্ধ করলেন বাংলাদেশের ‘ব্ল্যাক ডায়মন্ড‘ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবী নাজনীন। এমন একটি অনুষ্ঠানে নতুনভাবে নিজেকে উপস্থাপন করলেন বেবী নাজনীন নিজেই। যেন সঙ্গীত জগতের ‘অল রাউন্ডার’। রবীন্দ্র সঙ্গীত দিয়ে শুরু করে একে একে গাইলেন নিজের গাওয়া গানের পাশাপাশি গজল, উপমহাদেশের জনপ্রিয় শিল্পী আশা ভোঁশলের গান, জনপ্রিয় হিন্দী-উর্দু আর ইংরেজী গান। তার গান শুনে, গান গাওয়ার বাচন-ভঙ্গি আর কথায় সঙ্গীতপ্রেমীরা আবিষ্কার করলেন নতুন বেবীকে।
নিউইয়র্কের জ্যামাইকাস্থ কুইন্স কলগেইট হাই স্কুল মিলনায়তনে গত ১০ অক্টোবর শনিবার সন্ধ্যায় প্রথমবারের মতো ‘জ্যামাইকা হিলস মার্চেন্ট নাইট উইথ বেবী নাজনীন’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিল্পী বেবী নাজনীনের আগে প্রবাসের জনপ্রিয় শিল্পী তাহমিনা শহীদ ও সোমা রহমান একাধিক জনপ্রিয় গান পরিবেশন করেন। কমিউনিটি অ্যাক্টিভিষ্ট এডভোকেট রুবাইয়া রহমানের চমৎকার উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটির স্থানীয় কাউন্সিলম্যান ররি আই ল্যান্সম্যান, এক্সিট রিয়েলটির কর্ণধার আজহার হক, কমিউনিটি নেতা মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার প্রমুখ। খবর ইউএনএ’র।
বিশাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দর্শক-শ্রোতা কমের জন্য যথাযথ প্রচারণার অভাবকেই দায়ী করলেন শিল্পী বেবী নিজেই। অনুষ্ঠানে গান শুরুর আগে মঞ্চে উঠে তিনি এমন অভিযোগ করে বললেন, সবেমাত্র শুরু হলো। ইনশাআল্লাহ আগামীতে হল দর্শক-শ্রোতায় ভরে যাবে। বেবী নাজনীন আরো বললেন, আমি শিল্পী মানুষ, একজন শ্রোতা থেকে শুরু করে শত-সহস্র, লক্ষ-কোটি মানুষের জন্যই আমি গান করি। গানের ফাঁকে ফাঁকে তিনি আয়োজকদের উদ্যোগের প্রশংসা এবং একেক জনকে একক উপাধি দিয়ে সবার মন কারেন। দর্শকদের অনুরোধে তিনি বাংলা’র পাশাপাশি হিন্দী ও উর্দুতে এবং বিদেশীদের জন্য একটি গান ইংরেজীতে পরিবেশন করেন। তবে হিন্দী আর উর্দূ গান পরিবেশন করার ফলে আরো বেশী বাংলা গান শুনা থেকে বঞ্চিত হওয়ায় একাধিক দর্শক-শ্রোতা ভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতেই শিল্পী বেবী নাজনীন নিজ থেকেই রবীন্দ্র সঙ্গীত পরিশেন করার আগ্রহ প্রকাশ করে গাইলেন ‘আমারো পরানে যাহা চায়, তুমি তাই তাই গো………’। এরপর একে একে গাইলেন তার নিজের গাওয়া জনপ্রিয় গান ‘এলো মেলো বাতাসে উড়িয়েছি শাড়ীর আচল…..’,‘ঘুম আসে না গো তোমাকে দেখার পড়ে…..’,‘কাল সারা রাত ছিলো স্বপ্নের রাত…….’ প্রভৃতি। আরো গাইলেন গজল আর একাধিক জনপ্রিয় হিন্দী-উর্দূ গান। অনুষ্ঠানের আয়োজন, সাউন্ড সিস্টেম সবই ছিলো প্রশংসনীয়। তবে দর্শক-শ্রোতার সংখ্যা ছিলো কম। যা উপস্থিত সবাইকে হতাশ করে।
অনুষ্ঠানের ব্যাপারে কমিউনিটি নেতা মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার বলেন, কাউন্সিলম্যান ররি আই ল্যান্সম্যানের নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক কুইন্স চেম্বার অব কমার্স-এর সহযোগিতায় নবগঠিত জ্যামাইকা হিলস মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে ‘বেবী নাজনীন সঙ্গীত সন্ধ্যা’র আয়োজন করা হয়। অনুষ্ঠান বাবদ অর্থায়নে সহযোগিতায় ছিলেন কাউন্সিলম্যান ররি আই ল্যান্সম্যান। দেলোয়ার বলেন, জ্যামাইকার ব্যবসায়ীদের নিয়েই ‘জ্যামাইকা হিলস মার্চেন্ট এসোসিয়েশন’ গঠিত হলেও এখনো এর সাংগঠনিক রূপ দেয়া হয়নি। মূলত: ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার পাশাপাশি কমিউনিউনিটির কল্যাণই এমন অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেয়া হয়।
কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বাংলাদেশী আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স ফ্রন্ট (বাপাফ)-এর সভাপতি, ওয়েলকেয়ারের সিনিয়র ম্যানেজার সালেহ আহমেদ, বাংলাদেশ সোসাইটি ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, আলফা টিউটোরিয়াল-এর স্বত্তাধিকারী কাজী এম ইসলাম, এসআই মর্টগেজ-এর মোহাম্মদ ফাহাম, এক্সিট রিয়েলটির মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।