বিনোদন ডেস্ক : বলিউডে ফের বিচ্ছেদ। রোহান শ্রেষ্ঠর সঙ্গে চার বছর সম্পর্কের ইতি টানলেন শ্রদ্ধা কাপুর। যদিও তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এই বিচ্ছেদের পর সেটা আর হচ্ছে না। দুজনের পথ এখন দু’দিকে।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, শ্রদ্ধার জন্মদিন ছিল ৩ মার্চ। গোয়ায় আয়োজন করা হয়েছিল জন্মদিনের অনুষ্ঠান। কিন্তু অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন রোহান। তখন আভাস পাওয়া যাচ্ছিল তাদের সম্পর্কের ছন্দপতন হয়েছে।
জানা গেছে, জানুয়ারিতে শ্রদ্ধা-রোহানের সম্পর্কের মধ্যে টানাপোড়েন শুরু হয়। ফেব্রুয়ারিতে তা আরও তিক্ততায় রূপ নেয়। এরপর তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
এর আগে তাদের সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন রোহানের বাবা রাকেশ শ্রেষ্ঠ। তিনি বলেছিলেন, ‘আমি যতটুকু জানি ওরা খুবই ভালো বন্ধু। ওদের জুহুতে অনেক বন্ধুও রয়েছে। পেশাগত জীবনেও দুজনেই বেশ প্রতিষ্ঠিত। যাই সিদ্ধান্ত তারা নিক না কেন— নিশ্চয়ই ভেবেচিন্তেই নেবে। যদি ওরা বিয়ে করবে ভাবে, তাহলে আমি খুব খুশি হব। কারণ বাধা দেওয়া আমার সংবিধানেই নেই।’
অবশ্য শ্রদ্ধার বাবা বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুর বিয়ের গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, বলিউডে ৪০ বছর ধরে রয়েছেন তিনি। তাই এই ধরনের গুজবে অভ্যস্ত।
রোহান ও শ্রদ্ধা দুজনেই প্রতিষ্ঠিত। বলিউডের জনপ্রিয় নায়িকাদের একজন শ্রদ্ধা। অন্যদিকে রোহান একজন পেশাদার ফটোগ্রাফার।
হককথা/এমউএ