বিনোদন ডেস্ক : কঙ্গনা রানাউত বরাবরই বিতর্কে থাকতে ভালোবাসেন। আর সেজন্যই বলিউডে তাকে ‘কন্ট্রোভার্সি কুইন’ তকমা দেওয়া হয়েছে। নিজের শো ‘লক আপে’ও বেপরোয়া তিনি। একের পর এক প্রতিযোগীর গোপন স্বীকারোক্তি বের করে আনছেন নিজের শোয়ে।
আর এবার সামনে এল খোদ কঙ্গনারই একটি সিক্রেট। কেমন বয়ফ্রেন্ড পছন্দ তার এ নিয়ে কথা বলেছেন তিনি।
কঙ্গনা বলেন, আমার এমন একজন বয়ফ্রেন্ড পছন্দ যে সমসময় চুপ করে থাকবে। অনর্গল কথা বলে যাওয়া বয়ফ্রেন্ড আমার পছন্দ নয়। কারণ আমি কথা বলতে ভালোবাসি। আর আমার বয়ফ্রেন্ড হতে গেলে আমার কথা দিনভর শুনে যেতে হবে। যারা মন দিয়ে আমার কথা শোনেন, আমি তাদের খুব পছন্দ করি।
তার আরো সংযোজন, আমার বয়ফ্রেন্ড রাজনীতিবিদ হোক কিংবা সিনেমা জগতের, তাতে আমার কিছু যায় আসে না। দিল সে দিল কা কানেকশন হোনা চাহিয়ে।
অর্থাৎ মনের মিল হলেই প্রেম করতে রাজি কঙ্গনা। পুরুষদের কাছে এই শর্তই রেখেছেন বলিউডের ‘কুইন’।
নিজের ছবি ‘থালাইভি’র প্রচারের সময়ও তিনি কপিল শর্মা শোতে গিয়ে নিজের পছন্দের বয়ফ্রেন্ড সম্পর্কে জানিয়েছিলেন। কপিলের প্রশ্নের উত্তরে কঙ্গনা জানিয়েছিলেন, ‘আমার বয়ফ্রেন্ড যেন কিপ্টে হয়। কারণ খরচা তো আমি করব।’
হককথা/এমউএ