বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কলকাতায় তার কদর যেন দিন দিন বেড়েই চলছে। কিছুদিন আগে তৃতীয়বারের মতো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বাংলা ঘরে তুললেন। শুটিংও করছেন একের পর এক নতুন সিনেমায়। সবমিলিয়ে বেশ সুসময় পার করছেন। আরও ভালো কাজ করতে চান উল্লেখ করে জয়া বলেন, অভিনয়ের মাধ্যমে কলকাতার মানুষের মনে জায়গা করে নিতে পারাটা বড় প্রাপ্তি মনে করেন জয়া। তার ভাষায়, এটা অনেক বড় প্রাপ্তির ও আনন্দের। ভাবতে অবশ্যই ভালো লাগে।
অভিনয় মানুষের কাছাকাছি পৌঁছানোর বড় একটি মাধ্যম। কাজ করে যাচ্ছি, আরও ভালো কাজ করে যেতে চাই। এদিকে, জয়ার এই জয়যাত্রা দেখে ভক্তরা তাকে বলিউড ইন্ডাস্ট্রিতেও দেখতে চাইছেন। এদিকে গুঞ্জন চাউর হয়েছিল, তিনি বলিউডে অভিনয় করতে চান না। তবে এটা একদম সত্য নয় বলে জানালেন জয়া। জয়া বলেন, কথাটি মোটেও সত্য নয়। বিশেষ কোনো চলচ্চিত্রের প্রতি রাগ-বিরাগ নেই। কেন অভিনয় করবো না? যদি আমার করার মতো চরিত্র হয়, তাহলে অবশ্যই করবো। এমন কোনো কথা আমি কোথাও বলিনি। জানি না, কেন এমন কথা ছড়ালো। আমি চরিত্র নিয়ে কাজ করতে চাই। জয়া আরও জানান, বাংলাদেশের কয়েকটি সিনেমায় অভিনয়ের বিষয়ে কথা হয়েছে তার। কলকাতার সিনেমাগুলোর দৃশ্যধারণের কাজ শেষ হলেই ঢাকায় উড়াল দেবেন। বর্তমানে এ অভিনেত্রী ব্যস্ত রয়েছেন সৌকর্য ঘোষাল পরিচালিত ‘কালান্তর’ নামের একটি সিনেমা নিয়ে।
হককথা/এমউএ