কমেডি আওয়ার ৭ম বর্ষে
- প্রকাশের সময় : ০৬:২৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮
- / ৮৫৪ বার পঠিত
ঢাকা ডেস্ক: এটিএন বাংলার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ক্যানকা কমেডি আওয়ার’ ছয় বছর পেড়িয়ে সাত বছরে গড়ালো। ২০১২ সালের নভেম্বরে শুরু হয়ে ছয় বছরে কমেডি আওয়ারের ১০৯টি পর্ব প্রচারিত হয়েছে। সপ্তম বর্ষের প্রথম পর্ব- অনুষ্ঠানের ১১০তম পর্বটি প্রচারিত হবে আগামী ২৪ নভেম্বর শনিবার বাংলাদেশ সময় রাত ১১টায়, শুধুমাত্র এটিএন বাংলায়। সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সাঈদ তারেকের পরিকল্পনা, গ্রন্থনা ও পরিচালনায় এই বিশেষ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন অভিনেতা ও চিত্রনায়ক আশিক চৌধুরী ও ডা: তাসনিয়া মেহজাবিন জেরিন। ইতিপুর্বে বিভিন্ন সময়ে এটি উপস্থাপনা করেছেন দেবাশীষ বিশ্বাষ, জ্যোতিকা জ্যোতি, সায়েম, হুমায়রা হিমু এবং শাহেদ শরীফ খান।
ঘন্টাকালব্যাপী শুধুই কমেডি আর হাসি আনন্দের এই অনুষ্ঠানটিতে থাকে চুটকি, কৌতুক নকশা, মজার আড্ডা, প্যারোডি গান, নাচ, মিমিক্রি, ম্যাজিক, মাইম, ফানি ভিডিওসহ নানা মজার আয়োজন। সপ্তম বর্ষের প্রথম পর্বের বিশেষ আয়োজনে অংশগ্রহন করেছেন সিনিয়র অভিনেতা আফজাল শরীফ, এস এম হায়দার আলী, ম ফারুখ, তমাল মাহবুব, লিটন খন্দকার, ফারুক মল্লিক, রফিকুল ইসলাম, মহসিন শিপলু, মাহমুদ হাসান, ওয়াসিম এমদাদ, শফিকুল ইসলাম, রফিক বাঙ্গালী, সেজুতি খন্দকার প্রমূখ। রয়েছে আমন্ত্রিত অতিথিদের নিয়ে বর্ষশুরুর বিশেষ আয়োজন। এই পর্বে আরডি বর্মণের গানের সাথে নাচ পরিবেশন করেছেন অভিনেত্রী মডেল এবং নৃত্যশিল্পী লারা লোটাস এবং লেমন। মজার মজার চুটকির ডালি নিয়ে এসেছেন মহারাজ ইমন এবং ইমরান সাগর। এছাড়াও রয়েছে মজার সব আয়োজন।
এটিএন বাংলার কারিগরী সহযোগীতায় স্টার এন্টারটেইনমেন্ট ইন্টারন্যাশনাল প্রযোজিত এবং ‘সাঈদ তারেক প্রডাকসন্সে’র ব্যানারে নির্মিত ‘ক্যানকা কমেডি আওয়ার’ এটিএন বাংলার একটি নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান। এটি প্রচারিত হয় মাসের শেষ শনিবার বাংলাদেশ সময় রাত ১১টায়। দীর্ঘদিন যাবত এটি ব্রান্ডিং করছে এবি গ্রুপ। -প্রেস বিজ্ঞপ্তি।