বিনোদন ডেস্ক : পর্দায় সালমান খান একেবারেই অ্যাকশন প্যাকড। বলিউড ভাইজানের ফিটনেস তো দেখার মতো। তার পেশিবহুল দেহের ফ্যান আট থেকে আশি। সেই সালমান এক কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন।
হ্যাঁ, অবাক হওয়ার মতোই ঘটনা। তবে এটা মোটেই গুঞ্জন নয়। বরং, সালমান নিজেই জানিয়ে ছিলেন তিনি আত্মহত্যা রোগের শিকার হয়েছিলেন।
‘টিউবলাইট’ ছবির প্রচারে সাংবাদিকদের সামনে সালমান নিজেই জানান, তিনি ‘ট্রাইজেমিনাল নিউরালজিয়া’ নামের একটি নার্ভের অসুখে আক্রান্ত। চলতি কথায় যাকে আত্মহত্যার রোগ বলা হয়। চিকিৎসকদের কথায়, এই রোগে শরীরে এতটাই যন্ত্রণা হয় যে, যন্ত্রণা থেকে মুক্তি পেতে রোগী আত্মহত্যার চেষ্টা করতে পারে। সালমানও এই যন্ত্রণার কথা জানিয়ে ছিলেন।
তবে এখন সালমান সুস্থই আছেন। এই রোগ থেকে সুস্থ হয়ে তিনি জানিয়েছিলেন, মানসিক জোরই তাকে সুস্থতার পথে এগিয়ে দিয়েছে। ২০০১ সালে এই রোগে শিকার হন সালমান। তারকাদের মধ্যে তিনিই প্রথম মুখ খুলেছেন এই রোগ নিয়ে, যাতে অন্যদের মধ্যে সচেতনতা বাড়ে।
কয়েকদিন আগেই সালমান শেয়ার করেছিলেন ‘টাইগার থ্রি’ ছবির টিজার। যেখানে ক্যাটরিনা দেখা গেল একেবারে অ্যাকশন অবতারে। ক্যাটরিনা যখন অ্যাকশনে মত্ত, তখন চাদর মুড়ি দিয়ে শুয়ে ছিলেন সালমান! চাদর সরাতেই দেখা গেল সালমানের টাইগার রূপ যা দেখে ইতোমধ্যেই অনুরাগীদের হইচই শুরু।
ঈদের মৌসুমে আগামী ২১ এপ্রিল মুক্তি পাবে সালমানের ‘টাইগার থ্রি’। ছবিটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগুতে।
হককথা/এমউএ