সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান আ.ফ.ম কামালের ইন্তেকাল
- প্রকাশের সময় : ০৬:৫১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০১৯
- / ৩২৯ বার পঠিত
হককথা ডেস্ক: সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ আ ফ ম কামাল আর নেই। শনিবার (১৩ জুলাই) রাত ১০ টার দিকে সিলেট নগরীর ওয়েসিস হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে তিনি অসুস্থ অবস্থায় সিলেট নগরীর ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।
আ.ফ.ম কামাল মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, তিনি ১৯৮৩ ও ১৯৮৮ সালে টানা দুই মেয়াদে সিলেট পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন।
এদিকে সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ আ.ফ.ম কামালের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
অপরদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। তিনি এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।