নিউইয়র্ক ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সাদীর ৪ মাসের কারাদন্ড

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:৫০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০১৭
  • / ১১১৬ বার পঠিত

নিউইয়র্ক: চেক জালিয়াতি ও ব্যাংকের সাথে প্রতারণা সহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক বিদেশ বিষয়ক উপদেষ্টা জাহিদ এফ সরদার সাদীকে ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওরল্যান্ডো সিটির মিডল ডিষ্ট্রিক্ট ফেডারেল কোর্ট ৪ মাসের কারাদন্ড প্রদান করেছে। এই কোর্টের বিচারপতি গ্রেগরী এ প্রেসনেল মঙ্গলবার (২৭ জুন) এই রায় প্রদান করেন। সাদীকে এই রায়ের বিরুদ্ধে আপীল করার সুযোগ দিয়েছেন আদালত। সাদী বর্তমানে ফ্লোরিডায় আটক রয়েছে এবং গত ১৭ মে এফবিআই তাকে ওয়াশিংটন ডিসি থেকে গ্রেফতার করা হয়। পলাতক আসামী হিসেবে এফবিআই তাকে দীর্ঘদিন থেকে ওয়ান্টেড হিসেবে খুঁজছিল। জাহিদ এফ সর্দার যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও তার পাসপোর্টও জন্দ করা হয়েছে। খবর ইউএনএ’র।
জানা গেছে, বিগত ২০০৯ সালের ৫ মার্চ একই আদালত বিভিন্ন অভিযোগে সাদীকে ৪০ মাসের কারাদন্ড প্রদান করেন। এই দন্ডভোগের পর আদালত তাকে ৫ বছরের সুপারভাইজড রিলিজের অনুমোদন দেয় এবং সাদী প্রবেশনের বিধি চরমভাবে ভঙ্গ করায় তাকে গ্রেফতার করে। ইসরাইলী নাগরিক মেন্দি সাফাদীর সাথে নিউইয়র্কের একটি টিভিতে টক শো করে আলোচিত হন তিনি।
উল্লেখ্য, ২০১৫ সালের জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে ইউএস কংগ্রেসের ৬ সদস্যের স্বাক্ষর জাল করে বিএনপির পক্ষে ভুয়া বিবৃতি প্রদানের অভিযোগে পরবর্তীতে সাদীকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টার পত থেকে অপসারণ করা হয়। সাদীর জন্ম ১৯৭৫ সালেরর ১২ মার্চ ঢাকায়। যুক্তরাষ্ট্রে আসেন ১৯৯৬ সালে। প্রবাস জীবনের দীর্ঘ সময় বসবাস করেন ফ্লোরিডায়। সেখানে মার্সিয়া পবেল নাসের এক বিদেশীকে বিয়েও করেন। সারাহ পবেল ফারুক নামে তাদের এক কন্যা সন্তানও রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

সাদীর ৪ মাসের কারাদন্ড

প্রকাশের সময় : ১০:৫০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০১৭

নিউইয়র্ক: চেক জালিয়াতি ও ব্যাংকের সাথে প্রতারণা সহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক বিদেশ বিষয়ক উপদেষ্টা জাহিদ এফ সরদার সাদীকে ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওরল্যান্ডো সিটির মিডল ডিষ্ট্রিক্ট ফেডারেল কোর্ট ৪ মাসের কারাদন্ড প্রদান করেছে। এই কোর্টের বিচারপতি গ্রেগরী এ প্রেসনেল মঙ্গলবার (২৭ জুন) এই রায় প্রদান করেন। সাদীকে এই রায়ের বিরুদ্ধে আপীল করার সুযোগ দিয়েছেন আদালত। সাদী বর্তমানে ফ্লোরিডায় আটক রয়েছে এবং গত ১৭ মে এফবিআই তাকে ওয়াশিংটন ডিসি থেকে গ্রেফতার করা হয়। পলাতক আসামী হিসেবে এফবিআই তাকে দীর্ঘদিন থেকে ওয়ান্টেড হিসেবে খুঁজছিল। জাহিদ এফ সর্দার যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও তার পাসপোর্টও জন্দ করা হয়েছে। খবর ইউএনএ’র।
জানা গেছে, বিগত ২০০৯ সালের ৫ মার্চ একই আদালত বিভিন্ন অভিযোগে সাদীকে ৪০ মাসের কারাদন্ড প্রদান করেন। এই দন্ডভোগের পর আদালত তাকে ৫ বছরের সুপারভাইজড রিলিজের অনুমোদন দেয় এবং সাদী প্রবেশনের বিধি চরমভাবে ভঙ্গ করায় তাকে গ্রেফতার করে। ইসরাইলী নাগরিক মেন্দি সাফাদীর সাথে নিউইয়র্কের একটি টিভিতে টক শো করে আলোচিত হন তিনি।
উল্লেখ্য, ২০১৫ সালের জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে ইউএস কংগ্রেসের ৬ সদস্যের স্বাক্ষর জাল করে বিএনপির পক্ষে ভুয়া বিবৃতি প্রদানের অভিযোগে পরবর্তীতে সাদীকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টার পত থেকে অপসারণ করা হয়। সাদীর জন্ম ১৯৭৫ সালেরর ১২ মার্চ ঢাকায়। যুক্তরাষ্ট্রে আসেন ১৯৯৬ সালে। প্রবাস জীবনের দীর্ঘ সময় বসবাস করেন ফ্লোরিডায়। সেখানে মার্সিয়া পবেল নাসের এক বিদেশীকে বিয়েও করেন। সারাহ পবেল ফারুক নামে তাদের এক কন্যা সন্তানও রয়েছে।