সকল প্রস্তুুত সম্পন্ন : ব্যাপক সাড়া
বাংলা পত্রিকা ও টাইম টিভি’র বর্ষপূর্তী ২৪-২৫ জানুয়ারী

- প্রকাশের সময় : ০৩:০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
- / ৫২ বার পঠিত
বিশেষ প্রতিনিধি: নিউইয়র্ক থেকে প্রকাশিত উত্তর আমেরিকা প্রবাসী বাংলাদেশীদের মুখপত্র বাংলা পত্রিকা ও টাইম টিভি’র বর্ষপূর্তী অনুষ্ঠান আগামী ২৪-২৫ জানুয়ারী শুক্র ও শনিবার। গেলো সেপ্টেম্বরে কমিউনিটির অন্যতম পুরনো মিডিয়া বাংলা পত্রিকা প্রকাশনার ৩৭ বছর পেরিয়ে ৩৮ বছরে এবং টাইম টেলিভিশন ১০ বছর পেরিয়ে ১১ বছরে পদার্পণ করে। মিডিয়া দু’টির বর্ষপূর্তী অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান ঘিরে কমিউনিটির ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশনের বর্ষপূর্তীর এবারের অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘জেনারেশন জি দি গেম চেঞ্জার’। দু’দিন ব্যাপী এই অনুষ্ঠানের কর্মকান্ডের মধ্যে থাকবে বিজনেস শো এন্ড সেমিনার, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজ। বিজনেস শো-তে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ছাড়াও থাকবে বিশেষ আলোচনা। সাংস্কৃতিক পর্বে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুলতানা ইয়াসমীন লায়লা ছাড়াও প্রবাসের জনপ্রিয় শিল্পী রানো নেওয়াজ সহ অন্যান্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।
বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশনের বর্ষপূর্তীর মূল অনুষ্ঠানে কী নোট স্পীকার থাকবেন প্যারামাউন্ট গেøাবাল-এর সিনিয়র ডিরেক্টর (ইন্টারন্যাশনাল মার্কেটিং) কারিশমা রহমান আজমত। তরুণ-তরুনীদের মধ্যে স্পীকার থাকবেন বেঙ্গলী এসোসিয়েশন অব স্টুডেন্ট এট হার্ডভার্ড কলেজের প্রেসিডেন্ট নামিরা মেহেদী, নাবিল এইচ মুহিব। আরো বক্তব্য রাখবেন কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিয়া কর্টেজ-এর ডেপুটি চীফ অব স্টাফ নূরীন আকতার, ভার্জিনিয়া ষ্টেট সিনেটর (৩৭ ডিষ্ট্রিক্ট) সাদমান আজলান সেলি, ডেমোক্র্যাটিক লীডার ও মিশিগানের হ্যামট্রাক সিটির সাবেক কাউন্সিল সদস্য কাজী মিয়া প্রমুখ। এছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ শুভেচ্ছা বক্তব্য রাখবেন।