বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডা’র নতুন কমিটি

- প্রকাশের সময় : ০৩:২০:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
- / ৩৯ বার পঠিত
ফ্লোরিডা: বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডার সাধারণ সদস্যদের এক বার্ষিক সাধারণ সভা ২৭ ডিসেম্বর রোববার পাম বীচের প্যারাডাইস ইন্ডিয়ান রেস্তোরায় অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের শতাধিক সদস্যের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডার সভাপতি এম রহমান জহির। সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আশরাফ সভা পরিচালনা করেন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবিএম গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন সভাপতি এম রহমান জহির।
সভায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ এমরান গতবছরের এসোসিয়েশনের কার্যক্রম নিয়ে বিশদভাবে আলোচনা করেন। সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিশদভাবে আলোচনা করেন যথাক্রমে সাংগঠনিক সম্পাদক আউয়ালে দয়ান, প্রচার সম্পাদক মোঃ খোরশেদ, পরিচালকমন্ডলী সদস্য আলমগীর কবির, মাজহারুল ইসলাম, মোহাম্মদ মহসিন, রফিকুল হক, রফিকুল ইসলাম, মোহাম্মদ হাবিবুল্লাহ, জনি এস জনি প্রমুখ।
সভাপতি এম রহমান জহির ও সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আশরাফ
এছাড়া উপদেষ্টামন্ডলীর সদস্য আব্দুল ওয়াহেদ মাহফুজ, মোঃ সৈয়দ হারুন, নুরু শেখ শুভেচ্ছা বক্তব্য পেশ করেন। অন্যান্য যারা আলোচনায় অংশ নেন তারা হলেন মোহাম্মদ হারুন, মাহবুব চৌধুরী, অসীম কুমার টিটু, পপি ইসলাম, শামসুন্নাহার, মোলসারি খানম প্রমুখ। সভায় ৩০ সদস্যের ২০২১-২০২৩ ত্রি-বার্ষিক একটি কার্যকরী কমিটি গঠন এবং সর্বসম্মতিক্রমে এই কমিটিকে অনুমোদন দেয়া হয়। পরবর্তীতে প্রধান উপদেষ্টার মোহাম্মদ এমরান কমিটির সদস্যদের সবার মাঝে পরিচয় করিয়ে দেন। নতুন কার্যকরী কমিটির নির্বাচিতরা হলেন:
উপদেষ্টা কমিটি: প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইমরান, সিনিয়র উপদেষ্টা আব্দুল ওয়াহেদ মাহফুজ, সৈয়দ হারুন ও এমরানুল হক চাকলাদার। উপদেষ্টা যথাক্রমে ডক্টর শামসাদ বেগম, উপদেষ্টা আকবর হোসেন মোহন, উপদেষ্টা আলমগীর কবির, উপদেষ্টা রুবাইয়া মামুন, মোহাম্মদ মনিরুজ্জামান, একেএম হোসেন হিটু ও নুর উদ্দিন শেখ।
পরিচালকমন্ডলী: মোহাম্মদ ইমরান (প্রধান উপদেষ্টা), এম রহমান জহির (প্রেসিডেন্ট), এবিএম গোলাম মোস্তফা (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট), রানা হক (ভাইস প্রেসিডেন্ট), মোহাম্মদ শাহেদ (ভাইস প্রেসিডেন্ট), আরিফ আহমেদ আশরাফ (সাধারণ সম্পাদক), ইফতেখার হোসেন রিঙ্কু, রফিকুল ইসলাম (যুগ্ম সাধারণ সম্পাদক), রেজা ইসলাম (সহ-সাধারণ সম্পাদক), আওয়ালে দয়ান সাংগঠনিক সম্পাদক, ইমরান জনি (ইভেন্ট পরিচালক), রফিকুল হক (যোগাযোগ সম্পাদক), কবীর চৌধুরী তুহিন (আপ্যায়ন সম্পাদক), এস আই জুয়েল (কোষাধ্যক্ষ), মোঃ খোরশেদ (প্রচার সম্পাদক), মহসিন রহমান (ফান্ড রেইজিং সম্পাদক), মাজহারুল ইসলাম (ফান্ড রেইজিং ডাইরেক্টর) ও মোহাম্মদ হাবিবুল্লাহ (প্রচার বিষয়ক উপদেষ্টা)।
এক্সিকিউটিভ ডাইরেক্টর পদে নির্বাচিতরা হলেন: তামান্না আহমেদ, কুতুবউদ্দিন, মহিউদ্দিন ভুট্টো, আনোয়ারুল করিম শাহীন, আবু টি খান, সিরাজুল ইসলাম তালুকদার, রাশেদ চৌধুরী টিটু, তানভীর আহমেদ, মোহাম্মদ হারুন চৌধুরী, তৌহিদুল আলম টিটু, মোলসারি খানম, পপি ইসলাম, শামসুন্নাহার, উত্তম কুমার দে, অসীম রায়, মাহবুব চৌধুরী, ফয়সাল আহমেদ, নাজমুস সাকিব ও নাজমুন আকিব।
সভায় মহামারীর কারণে গত বছর এশিয়ান ফেয়ার করার অপারগতায় এসোসিয়েশনের কর্মকর্তারা দুঃখ প্রকাশ করেন। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে জাঁকজমকপূর্ণভাবে পরবর্তী এশিয়ান ফেয়ার করার পরিকল্পনা নেয়া হয়। এ বিষয়ে পরবর্তীতে সঠিক সিদ্ধান্ত নেয়া হবে বলে এসোসিয়েশনের সভাপতি এম রহমান জহির সবাইকে জানান। এ ব্যাপারে আরও বিস্তারিত আগামী সভায় আলোচনা করা হবে বলে তিনি জানান।
এবিএম গোলাম মোস্তফা জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় পালন করার উদাত্ত আহবান জানান।
আরিফ আহমদ আশরাফ এসোসিয়েশনের নতুন নির্বাহী কমিটিকে নিষ্ঠার সাথে সাথে কাজ করার উদাত্ত আহবান জানান।
সভার এক পর্যায়ে এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি এবিএম গোলাম মোস্তফা গত বছরের আয়-ব্যায়ের হিসাব সাধারণ পেশ করেন।
সাম্প্রতিক কোভিড ১৯ মহামারীতে যারা মৃত্যুবরণ করেছেন বিশেষ করে কমিউনিটির প্রিয় মুখ আমির আলী চৌধুরী, মাসুদুল আজম, মোহাম্মদ খালেদ সহ সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। প্রতিভোজে গ্রহনের মধ্য দিয়ে সভা সমাপ্তি হয়।
পরবর্তীতে এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আওয়াল দয়ান এর জন্ম দিবস পালন করা হয়। এসময় আনুষ্ঠানিকভাবে দয়ান জন্মদিনের কেক কাটা হয়। -প্রেস বিজ্ঞপ্তি।