নর্থ ক্যারোলিনায় সিরাহ কনফারেন্স ৫ জানুয়ারী

- প্রকাশের সময় : ০৯:২৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জানুয়ারী ২০১৯
- / ৬৩২ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে আগামী ৫ জানুয়ারী শনিবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরাহ কনফারেন্স। গ্রেটার রলি এরিয়া মুসলিম কমিউনিটি এই কনফারোন্সর আয়োজক বলে জানা গেছে। শনিবার রলির অ্যাপেক্স মসজিদের মাল্টিপারপোজ হলে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত সিরাহ কনফারেন্সের নানা কর্মকান্ড গ্রহণ করা হয়েছে। কনফারেন্সের উল্লেখযোগ্য কর্মকােেন্ডর মধ্যে রয়েছে: বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:)-এর জীবনীর উপর আলোচনা, শিশু-কিশোর-কিশোরীদের জন্য সিরাতুন্নবী প্রতিযোগিতা প্রভৃতি। খবর ইউএনএ’র ।
রলি থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাধ্যে তিন গ্রুপে সিরাতুন্নবী প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে এলেমেন্টারী স্কুল, মিডল স্কুল ও হাইস্কুলের শিক্ষার্থীরা অংশ নেবেন। প্রতিযোগিরা ইতিমধ্যেই তাদের নাম রেজিষ্ট্রেশন করেছে। আর প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে স্পেশাল অ্যাওয়ার্ড বিতরণ করা হবে।
সিরাহ কনফারেন্স সফল করার জন্য আয়োজকদের পক্ষ থেকে নর্থ ক্যারোলিার মুসলিম কমিউনিটির সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করা হয়েছে।