দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে টাঙ্গাইলের ব্যবসায়ী নিহত

- প্রকাশের সময় : ০৮:৩০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯
- / ৫১৭ বার পঠিত
হককথা ডেস্ক: সন্ত্রাসীদের গুলিতে দক্ষিণ আফ্রিকায় মির্জাপুরের ফিরোজ ওরফে শিমুল (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সে মির্জাপুর উপজেলার বানাইল গ্রামের হুমায়ুন কবীরের ছেলে। নিহত শিমুলের পরিবার সূত্র জানায়, গত ১০ বছর ধরে শিমুল দক্ষিন আফ্রিকার লেনেসিয়া শহরে দোকান ভাড়া নিয়ে প্রসাধনী সামগ্রীর ব্যবসা করে আসছিল। গত ২৩ এপ্রিল মঙ্গলবার একটি প্রাইভেটকার যোগে দোকানে থাকা টাকা ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে সন্ত্রাসীরা তাকে গুলি করে আনুমানিক প্রায় ৬ লাখ টাকা ছিনিয়ে নেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার ভোরে নিহত শিমুলের মরদেহ তার গ্রামের বাড়িতে এসে পৌছালে গ্রামটিতে শোকের ছায়া নেমে আসে। সকাল ১০টায় নামাজের জানাজা শেষে তাকে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়।
নিহতের বড় ভাই সবুজ মিয়া সৌদি আরব প্রবাসী বলে ওই ওয়ার্ডের মেম্বার বাদশা মিয়া জানিয়েছেন।(খবরবাংলা২৪.কম)