বিজ্ঞাপন :
আরব সাগরে নিখোঁজ বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার

রিপোর্ট:
- প্রকাশের সময় : ০১:৩২:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০
- / ৩৪৪ বার পঠিত
হককথা ডেস্ক: আরব সাগরে ৬ দিন নিখোঁজের পর মোহাম্মদ ইদ্রিছ (৪০) নামে বাংলাদেশী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারী) রাতে আরব সাগরের ওমান সীমান্ত থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১১ জানুয়ারী শনিবার একসহকর্মীসহ মোহাম্মদ ইদ্রিছ কাজে যাওয়ার সময় জমে থাকা বৃষ্টির পনিতে তার গাড়ী ভেসে যায়। এ সময় স্থানীয়রা সহকর্মীকে উদ্ধার করতে পারলেও ছিটকে পড়ে আরব সাগরে ভেসে যায় মোহাম্মদ ইদ্রিছ। পরে শুক্রবার রাতে ওমান সীমান্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ইদ্রিছ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের আহমদ জলিলের ছেলে। তার স্ত্রী ও দুটি কন্যা সন্তান রয়েছে। তিনি এক বছর আগে সংযুক্ত আরব আমিরাতে কাজের সন্ধানে আসেন।(নয়া দিগন্ত )