হককথা ডেস্ক : তথ্যের আর কাটছাঁটের কোনো প্রয়োজন নেই। কারণ এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে দুই জিবি পর্যন্ত ডাটা পাঠানো যাবে। সেই মতো নতুন ফিচার আনছে সংস্থাটি।
নতুন ফিচার যোগ হওয়ার পরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দুই জিবি পর্যন্ত ডাটা পাঠাতে পারবেন গ্রাহক। এর ফলে বড় অডিও, ইমেজ এমনকী ভিডিও ফাইল পাঠানো সম্ভব হবে।
বর্তমানে ১০০ এমবি পর্যন্ত ডাটা পাঠানো যায় এই অ্যাপটির মাধ্যমে। যা নিয়ে অস্বস্তিতে ছিল হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। গ্রাহক সুবিধায় যা এবার বাড়ানো হচ্ছে। ইতোমধ্যে এর জন্য প্রয়োজনীয় পরীক্ষা চালানো শুরু হয়েছে।
নতুন ফিচার চালু করার আগে বিটা টেস্টিং করে থাকে সংস্থাটি। সেই কাজ শুরু হয়ে গেছে। বেশ কিছু বিটা টেস্টারকে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ব্যবহার করতে দেওয়া হয়েছে বলে জানা গেছে। টেস্টিং সফল হলে সব গ্রাহকদের জন্যই এই পরিষেবা চালু করবে সংস্থা।
আরো জানা গেছে, অ্যানড্রয়েড ও আইওএস- দুই ধরনের ডিভাইসেই কাজ করবে সংস্থার এই নতুন ফিচার। ইতোমধ্যে আর্জেন্টিনায় হোয়াটসঅ্যাপের এই পরিষেবা চালু হয়েছে বলেও শোনা যাচ্ছে। তবে বাকি দেশগুলোতে কবে এই পরিষেবা চালু হবে তা এখনো জানায়নি সংস্থাটি।
প্রসঙ্গত, জিমেইলে ২৫ এমবির বেশি সাইজের ফাইল একবারে অ্যাটাচমেন্ট করে পাঠানো যায় না। আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে বর্তমানে পাঠানো যায় মাত্র ১০০ এমবি পর্যন্ত ডাটা। -সংবাদ প্রতিদিন
হককথা/এমউএ