হককথা ডেস্ক : সামাজিক মাধ্যমগুলোর মধ্যে ইউটিউব এখন সবচেয়ে জনপ্রিয়। এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন, যিনি ইন্টারনেট ব্যবহার করেন অথচ ইউটিউব ব্যবহার করেন না। শিক্ষা, বিনোদন, খেলা, সংবাদ, প্রযুক্তি, সাজসজ্জা, রান্না ও ভ্রমণ থেকে শুরু করে প্রায় সব ধরনের ভিডিও রয়েছে ইউটিউবে। এবার ভিডিও দেখার পাশাপাশি অডিও লিখিত আকারে দেখতে পাবেন ব্যবহারকারীরা।
সম্প্রতি ইউটিউব অ্যান্ড্রয়েড ভার্সনের ট্রান্সক্রিপশনে যুক্ত হয়েছে এই আপডেট। আগে এই সুযোগটি শুধু ডেস্কটপ ভার্সনের জন্যই ছিল।
নতুন আপডেটে ব্যবহারকারীদের ইউটিউব ব্যবহার হবে আরো সহজ। নতুন আপডেটে এবার যে কোনো ভিডিওর অডিও লিখিত আকারে দেখতে পারবেন ব্যবহারকারীরা। অর্থাৎ গান বা ডায়লগ থাকলে ট্রান্সক্রিপশন অপশনের মাধ্যমে দেখা যাবে। শুধু তাই নয়, ট্রান্সক্রিপশন অপশনের মাধ্যমে অটো জেনারেটেড ট্রান্সলেশন হয়ে যাবে।
কোনো অডিও বাংলায় থাকলেও তা ইংরেজিতে ট্রান্সলেশন হয়ে ট্রান্সক্রিপশন অপশনে দেখা যাবে। এতদিন পর্যন্ত কোনো ট্রান্সক্রিপশন অপশনটি শুধুমাত্র ডেস্কটপের জন্যই চালু ছিল। কিন্তু এখন থেকে এই অপশনটি মোবাইল অ্যাপের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। যদিও এখনো ওই অপশনটি মোবাইল অ্যাপে দেখা যায়নি।
এছাড়া আরো একটি অপশন যোগ করা হয়েছে। যদি ট্রান্সক্রিপশনে কোনো ভুল থাকে অথবা ট্রান্সক্রিপশন স্ক্রিপ্টে কোনো নির্দিষ্ট শব্দ বা লাইন যোগ করতে ইচ্ছুক হন সেক্ষেত্রেও তা সম্ভব।
তবে সব ভিডিওর ক্ষেত্রেই যে ট্রান্সক্রিপশন অপশন দেখা যাবে এমনটা নয়। শুধুমাত্র ভিডিও ক্রিয়েটর যদি এই ফিচারটি অন করেন, তবেই এ সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
হককথা/এমউএ