নিউইয়র্ক ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নাসিরের সঙ্গে অভিযুক্ত ক্রিকেটারকে সাড়ে ১৭ বছর নিষিদ্ধ করল আইসিসি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১১৮ বার পঠিত

আবুধাবি টি-টেনের সঙ্গে জড়িত এক ক্রিকেটার সাড়ে ১৭ বছর নিষেধাজ্ঞা পেয়েছেন। ছবি: ক্রিকইনফো

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে অনেক বড় শাস্তিই পেলেন যুক্তরাজ্যভিত্তিক ক্লাব ক্রিকেটার রিজওয়ান জাভেদ। দুর্নীতির দায়ে সব ধরনের ক্রিকেট থেকে সাড়ে ১৭ বছরের জন্য নিষিদ্ধ হয়ে গেলেন এই ক্রিকেটার। জাভেদের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতিবিরোধী ৫টি আইন ভাঙার অভিযোগ রয়েছে।

নাসির হোসেনকে ২ বছর নিষিদ্ধ করেছে আইসিসি। ছবি : ফাইল ছবি

ঘটনা ২০২১ আবুধাবি টি-টেন লিগের। সেই টুর্নামেন্টে দুর্নীতির সঙ্গে জড়ানোর দায়ে রিজওয়ানসহ আট ক্রিকেটারের বিরুদ্ধে গত বছরের সেপ্টেম্বরে অভিযোগ এনেছিল আইসিসি। তার মধ্যে ছিলেন বাংলাদেশের নাসির হোসেনও। সেই নাসিরকে এ বছরের জানুয়ারিতে সব ধরনের ক্রিকেট থেকে ২ বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।

আইসিসির নৈতিক বিভাগের মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বলেন, ‘পেশাদার ক্রিকেটারদের বারবার দুর্নীতিতে প্ররোচনা দেওয়ার জন্য রিজওয়ান জাভেদ লম্বা সময়ের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন। দুর্নীতিবাজদের জন্য এটা কঠিন এক বার্তা দিল যারা যেকোনো পর্যায়ের ক্রিকেটারদের শিকারে পরিণত করার চেষ্টা করছে। দুর্নীতিতে জড়ানোর জন্য এসব প্ররোচনা কঠোরভাবে দমন করা হবে।’

২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর সাময়িক নিষেধাজ্ঞা পেয়েছিলেন রিজওয়ান। তখন ১৪ দিনের মধ্যে তাকে এর জবাব দিতে বলা হয়েছিল। যুক্তরাজ্যভিত্তিক ক্লাব ক্রিকেটার জবাব দিতে পারেননি দেখে নিষিদ্ধ হয়েছেন। সূত্র : আজকের পত্রিকা

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

নাসিরের সঙ্গে অভিযুক্ত ক্রিকেটারকে সাড়ে ১৭ বছর নিষিদ্ধ করল আইসিসি

প্রকাশের সময় : ০৯:০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে অনেক বড় শাস্তিই পেলেন যুক্তরাজ্যভিত্তিক ক্লাব ক্রিকেটার রিজওয়ান জাভেদ। দুর্নীতির দায়ে সব ধরনের ক্রিকেট থেকে সাড়ে ১৭ বছরের জন্য নিষিদ্ধ হয়ে গেলেন এই ক্রিকেটার। জাভেদের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতিবিরোধী ৫টি আইন ভাঙার অভিযোগ রয়েছে।

নাসির হোসেনকে ২ বছর নিষিদ্ধ করেছে আইসিসি। ছবি : ফাইল ছবি

ঘটনা ২০২১ আবুধাবি টি-টেন লিগের। সেই টুর্নামেন্টে দুর্নীতির সঙ্গে জড়ানোর দায়ে রিজওয়ানসহ আট ক্রিকেটারের বিরুদ্ধে গত বছরের সেপ্টেম্বরে অভিযোগ এনেছিল আইসিসি। তার মধ্যে ছিলেন বাংলাদেশের নাসির হোসেনও। সেই নাসিরকে এ বছরের জানুয়ারিতে সব ধরনের ক্রিকেট থেকে ২ বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।

আইসিসির নৈতিক বিভাগের মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বলেন, ‘পেশাদার ক্রিকেটারদের বারবার দুর্নীতিতে প্ররোচনা দেওয়ার জন্য রিজওয়ান জাভেদ লম্বা সময়ের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন। দুর্নীতিবাজদের জন্য এটা কঠিন এক বার্তা দিল যারা যেকোনো পর্যায়ের ক্রিকেটারদের শিকারে পরিণত করার চেষ্টা করছে। দুর্নীতিতে জড়ানোর জন্য এসব প্ররোচনা কঠোরভাবে দমন করা হবে।’

২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর সাময়িক নিষেধাজ্ঞা পেয়েছিলেন রিজওয়ান। তখন ১৪ দিনের মধ্যে তাকে এর জবাব দিতে বলা হয়েছিল। যুক্তরাজ্যভিত্তিক ক্লাব ক্রিকেটার জবাব দিতে পারেননি দেখে নিষিদ্ধ হয়েছেন। সূত্র : আজকের পত্রিকা

হককথা/নাছরিন