নিউইয়র্ক ০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

শৈশবের ক্লাবের বিপক্ষে মাঠে নামছেন মেসি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:৩৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১১৩ বার পঠিত

প্রি-সিজনের শেষ ম্যাচে শুরুর একাদশে থাকবেন তো এলএমটেন? কোচ বললেন মেসি এখন পুরোপুরি ফিট, খেলবেন পুরো নব্বই মিনিট। ইন্টার মায়ামি স্টারকে নিয়ে এমনই আপডেট দিলেন ম্যানেজার তাতা মার্তিনো।

এশিয়া সফরে ইনজুরিতে বেশিরভাগ সময় মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি। শুক্রবার সকাল সাড়ে ৬টায় ইন্টার মায়ামির বিপক্ষে খেলবে মেসির শৈশবের ক্লাব নিউয়েল’স ওল্ড বয়েজ। এই লাল-কালো জার্সিটা মেসির কত যে আপন, সেটা বিশ্বসেরা কখনোই করেননি গোপন। সুযোগ পেলেই নিউওয়েলস ওল্ড বয়েসের জার্সিটা গায়ে জড়িয়ে ফিরে যান শৈশবের সেই রূপকথার দিনগুলোতে। ছিলেন নিউওয়েলস ওল্ড বয়েসের সমর্থক সেখান থেকে ছয় বছর বয়সে সেই ক্লাবেরই ইয়্যুথ একাডেমিতে যোগ দেন। ১৩ বছর বয়সে রোসারিও থেকে চলে যান বার্সেলোনার ঘরে।

আজ এতো বছর পর আবারো মেসি আর নিউওয়েলস ওল্ডবয়েজের রিইউনিয়ন। তবে এবারে ওল্ড বয়েজের হয়ে নয় বরং বিপক্ষে মাঠে নামবেন ওল্ড মেসি। ছয় বছরের ছোট্ট ক্যারিয়ারে রোসারিওর ক্লাবটার হয়ে ২৩৪ গোল করেছিলেন মেসি। এবারে সুযোগ সেই ক্লাবটার বিপক্ষেই গোল করার। দিনটা স্পেশাল মায়ামি ম্যানেজারের জন্যও, তার অতীতের সাথেওতো জড়িয়ে ওল্ডবয়েজ। তবে ম্যাচে আগে মিলিয়ন ডলারের প্রশ্ন হলো মেসি খেলবেন তো? সমর্থকদের আশ্বস্ত করলেন তাতা মার্তিনো। বলেন, মেসি এখন পুরোপুরি ফিট। আশা করি নিউওয়েলস ওল্ডবয়েজের বিপক্ষে ও শুরু থেকেই খেলবে। আমরা চেষ্টা করছি এমএলএস সিজনের আগে এই ম্যাচ দিয়েই মেসি শেপে ফিরুক।

এমএলএসের নতুন মৌসুম শুরুর আগে এটাই ঘরের মাঠে ইন্টার মায়ামির প্রথম ম্যাচ একই সাথে প্রি-সিজনের শেষ ম্যাচ। দু;স্বপ্নের মতো এক প্রিসজিন কাটিয়েছে ইন্টার মায়ামি। ছয় ম্যাচ খেলে তিন হার, দুই ড্র জয় মাত্র একটা। তার ওপর মেসির ইনজুরি নিয়ে ধোঁয়াশা। হংকংয়ে না খেলিয়ে কেনো জাপানে খেলানো হলো মেসিকে তা নিয়ে তৈরি করা হলো ইস্যু। পরিস্থিতি চলে যায় নাগালের বাইরে। হংকংয়ের সমর্থদের তোপের মুখে পড়ে চীনে বাতিল করতে হয়েছে আর্জেন্টিনার ম্যাচ।

বাজে সময় সঙ্গী করে ২১ তারিখ এমএলএসের নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে ইন্টার মায়ামি। এবারের লক্ষটা লিগ শিরোপা। লিওনেল মেসি মূল ভরসা। সবার আগে আর্জেন্টাইন সুপারস্টারে কাটাতে হবে সব ফারা। শুরুর কাছেই হয়তো সৌভাগ্য লেখা আছে তাই এই যাত্রায় ওল্ডবয়েজের কাছেই এলএমটেন। সূত্র : একাত্তর টিভি।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

শৈশবের ক্লাবের বিপক্ষে মাঠে নামছেন মেসি

প্রকাশের সময় : ০৩:৩৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪

প্রি-সিজনের শেষ ম্যাচে শুরুর একাদশে থাকবেন তো এলএমটেন? কোচ বললেন মেসি এখন পুরোপুরি ফিট, খেলবেন পুরো নব্বই মিনিট। ইন্টার মায়ামি স্টারকে নিয়ে এমনই আপডেট দিলেন ম্যানেজার তাতা মার্তিনো।

এশিয়া সফরে ইনজুরিতে বেশিরভাগ সময় মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি। শুক্রবার সকাল সাড়ে ৬টায় ইন্টার মায়ামির বিপক্ষে খেলবে মেসির শৈশবের ক্লাব নিউয়েল’স ওল্ড বয়েজ। এই লাল-কালো জার্সিটা মেসির কত যে আপন, সেটা বিশ্বসেরা কখনোই করেননি গোপন। সুযোগ পেলেই নিউওয়েলস ওল্ড বয়েসের জার্সিটা গায়ে জড়িয়ে ফিরে যান শৈশবের সেই রূপকথার দিনগুলোতে। ছিলেন নিউওয়েলস ওল্ড বয়েসের সমর্থক সেখান থেকে ছয় বছর বয়সে সেই ক্লাবেরই ইয়্যুথ একাডেমিতে যোগ দেন। ১৩ বছর বয়সে রোসারিও থেকে চলে যান বার্সেলোনার ঘরে।

আজ এতো বছর পর আবারো মেসি আর নিউওয়েলস ওল্ডবয়েজের রিইউনিয়ন। তবে এবারে ওল্ড বয়েজের হয়ে নয় বরং বিপক্ষে মাঠে নামবেন ওল্ড মেসি। ছয় বছরের ছোট্ট ক্যারিয়ারে রোসারিওর ক্লাবটার হয়ে ২৩৪ গোল করেছিলেন মেসি। এবারে সুযোগ সেই ক্লাবটার বিপক্ষেই গোল করার। দিনটা স্পেশাল মায়ামি ম্যানেজারের জন্যও, তার অতীতের সাথেওতো জড়িয়ে ওল্ডবয়েজ। তবে ম্যাচে আগে মিলিয়ন ডলারের প্রশ্ন হলো মেসি খেলবেন তো? সমর্থকদের আশ্বস্ত করলেন তাতা মার্তিনো। বলেন, মেসি এখন পুরোপুরি ফিট। আশা করি নিউওয়েলস ওল্ডবয়েজের বিপক্ষে ও শুরু থেকেই খেলবে। আমরা চেষ্টা করছি এমএলএস সিজনের আগে এই ম্যাচ দিয়েই মেসি শেপে ফিরুক।

এমএলএসের নতুন মৌসুম শুরুর আগে এটাই ঘরের মাঠে ইন্টার মায়ামির প্রথম ম্যাচ একই সাথে প্রি-সিজনের শেষ ম্যাচ। দু;স্বপ্নের মতো এক প্রিসজিন কাটিয়েছে ইন্টার মায়ামি। ছয় ম্যাচ খেলে তিন হার, দুই ড্র জয় মাত্র একটা। তার ওপর মেসির ইনজুরি নিয়ে ধোঁয়াশা। হংকংয়ে না খেলিয়ে কেনো জাপানে খেলানো হলো মেসিকে তা নিয়ে তৈরি করা হলো ইস্যু। পরিস্থিতি চলে যায় নাগালের বাইরে। হংকংয়ের সমর্থদের তোপের মুখে পড়ে চীনে বাতিল করতে হয়েছে আর্জেন্টিনার ম্যাচ।

বাজে সময় সঙ্গী করে ২১ তারিখ এমএলএসের নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে ইন্টার মায়ামি। এবারের লক্ষটা লিগ শিরোপা। লিওনেল মেসি মূল ভরসা। সবার আগে আর্জেন্টাইন সুপারস্টারে কাটাতে হবে সব ফারা। শুরুর কাছেই হয়তো সৌভাগ্য লেখা আছে তাই এই যাত্রায় ওল্ডবয়েজের কাছেই এলএমটেন। সূত্র : একাত্তর টিভি।