এমবাপের নতুন শর্ত, ছোট ভাইকেও নিতে হবে রিয়ালে
- প্রকাশের সময় : ০১:০৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
- / ১২৫ বার পঠিত
শুধু কিলিয়ান এমবাপে নয়, দলে নিতে হবে ছোট ভাই ইথানকেও তবেই রিয়াল মাদ্রিদে যাবেন এমবাপে! এমনই নতুন শর্ত জুড়ে দিয়েছেন ফরাসি সুপারস্টার। স্প্যানিশ গণমাধ্যমগুলো বলছে, যে করেই হোক এমবাপেকে দলে নিতে চায় রিয়াল মাদ্রিদ। ফলে তার এ শর্ত মেনে নিতে পারে ফুটবল ক্লাবটি।
গেলো কয়েক মাস ধরে কিলিয়ান এমবাপের দলবদল নিয়ে নাটক ফুরাচ্ছে না কিছুতেই। ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে তার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার কথা প্রায় নিশ্চিত। আর এসবের মধ্যেই এমবাপের পরিবারের দাবি- একসঙ্গে যেন দুই ভাইকেই নেওয়া হয়।
সংবাদকর্মী এদুয়ার্দো ইন্ডা জানিয়েছেন, কয়েক সপ্তাহ ধরে বিষয়টি নিয়ে চিন্তাভাবনার পর রিয়ালও এমবাপের প্রস্তাবে রাজি হয়েছে। এরইমধ্যে পিএসজির মূল দলেও অভিষেক হয়েছে ইথান এমবাপের। ছোট ভাইয়েরও দলবদলের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই চলতি মৌসুম শেষে রিয়ালের সঙ্গে এমবাপে চুক্তিতে যাবেন বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। সূত্র : একাত্তর টিভি।