‘আমি সমস্যা না, সমাধান হতে চাই’
- প্রকাশের সময় : ০৪:১০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
- / ৩৫ বার পঠিত
স্পোর্টস ডেস্ক : সময়টা খুব একটা ভালো যাচ্ছে না কাতালান ক্লাব বার্সেলোনার। পুরো মৌসুমে যেন নিজেদের হারিয়ে খুঁজছেন জাভির র্শীষরা। কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর এবার গেল শনিবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচেও ভিলারিয়ালের কাছে ৫-৩ গোলে হেরেছেন তারা।
আর ঐ ম্যাচের পরই এবার নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে দিয়েছেন বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ। গেল পরশু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই ক্লাবটির দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি।
চলতি বছরের আগামী জুন মাসের ৩০ তারিখ অবদি কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তি রয়েছে জাভির। আর এরপরই বার্সেলোনায় নিজের কোচিং অধ্যায় শেষ করবেন তিনি। জাভির এই সিদ্ধান্তের আগে লিভারপুলের কিংবদন্তি কোচ ইর্য়ুগনে ক্লপ হুট করে লিভারপুরের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন। এবার তার দেখানো পথে হাঁটছে জাভি। এই বার্সা কোচ মনে করেন বার্সেলোনায় পরিবর্তন দরকার। আর সেই পরিবর্তন তিনি প্রথম শুরু করতে চান, নিজের দায়িত্ব ছাড়ার মধ্যে দিয়ে।
বার্সেলোনার দায়িত্ব ছাড়া বিষয়ে জাভি বলেন, ‘আমি এই ক্লাবেরই মানুষ। এমনকি আমি সবসময় নিজের চেয়ে ক্লাবকে বেশি প্রাধান্য দিয়েছি। আমার যা কিছু ছিল, সবকিছুই উজাড় করে দিয়েছি এই ক্লাবকে এবং ভক্তদের গর্ব করে তুলতে আমি এটা বজায় রাখব। আমি মনে করি, ক্লাবের গতিশীল পরিবর্তন প্রয়োজন। খেলোয়াড়দের ভালোর জন্য আমি বিশ্বাস করি, তারা আরো নিজেদের স্বাধীন করতে পারবে। আমরা প্রচুর দুশ্চিন্তা নিয়ে খেলি।’
এর আগে ২০২১-২২ মৌসুমের মাঝামাঝি সময় কাতারি ক্লাব আল সাদের দায়িত্ব ছেড়ে বার্সা যোগ দেন জাভি। সেই বছর তেমন কিছু করতে না পারলেও পরের মৌসুমে তার অধীনে লিগ শিরোপা জিতে কাতালান ক্লাবটি। তবে এরপর আর ছন্দ খুঁজে পাচ্ছে না তারা। চলমান মৌসুমে তো মাঠে ছন্নছাড়া পারফরম্যান্স দেখা যাচ্ছে তাদের। সেই ধারাবাহিকতায় সর্বশেষ কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন জাভির র্শীষরা। যদিও সামনে চ্যাম্পিয়ন্স লিগ আছে। এই টুর্নামেন্টকে নিয়ে জাভি বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও আমি আমার সিদ্ধান্ত থেকে সড়ে আসব না। আমি আজ-কালের মধ্যে দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলব। আশা করি, খেলোয়াড়রা আমার এই সিদ্ধান্ত মেনে নেবে। আমি অর্থের দ্বারা প্রভাবিত হয়ে এই সিদ্ধান্ত নিইনি। সূত্র :’দৈনিক ইত্তেফাক
হককথা/নাছরিন