নিউইয়র্ক ০৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

‘ভেবেছিলাম ২০২৩ বিশ্বকাপ শেষে মুশফিক মাহমুদউল্লাহ অবসর নেবে’

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৪৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৬২ বার পঠিত

মুশফিকুর রহিম ওয়ানডে খেলছেন ১৯ বছর ধরে। মাহমুদউল্লাহর অভিজ্ঞতাও মুশফিকের মতো। তিনি ওয়ানডে ক্রিকেট খেলছেন ১৮ বছর ধরে। বাংলাদেশের অভিজ্ঞ এই দুই ক্রিকেটারের এখনো খেলে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক।

চ্যাম্পিয়নস ট্রফির দুই ম্যাচে রান করেছেন জাকের আলী। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৬৮ রানের পর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন ৪৫ রানের ইনিংস। দুটোই সাত নম্বরে নেমে। জাকেরের শীর্ষ পাঁচে ব্যাট করা প্রসঙ্গে কথা বলতে যেয়ে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজে কার্তিক টেনেছেন মুশফিক-মাহমুদউল্লাহ প্রসঙ্গ।

দিনেশ কার্তিক বলেন, ‘আমি ভেবেছিলাম ২০২৩ বিশ্বকাপ শেষেই মুশফিক ও মাহমুদউল্লাহ অবসর নেবে। তবে তারা খেলা চালিয়ে যাওয়াটাকেই বেছে নিয়েছে। জানি না আর কত দিন খেলবে। (খেললে) আমি অবাক হব। অবশ্য তারা আমাকে অনেক বিস্মিত করেছে। সম্ভবত আরও কিছুদিন খেলবে।’

কার্তিক যোগ করে বলেন, ‘আমার মনে হয় কোনো না কোনো সময়ে তরুণদের জন্য জায়গাটা ছাড়তে হবে। কারণ, এটা দলকে স্থিতিশীল করবে। প্রথমদিকে তারা হয়তো স্ট্রাগল করবে, তবে শেষে গিয়ে এটাই তাদের সাফল্য দেবে। ২০২৬ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ ভালো করতে চাইলে এমনটাই হওয়া উচিত।’ সূত্র : দেশ রুপান্তর।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

‘ভেবেছিলাম ২০২৩ বিশ্বকাপ শেষে মুশফিক মাহমুদউল্লাহ অবসর নেবে’

প্রকাশের সময় : ১২:৪৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

মুশফিকুর রহিম ওয়ানডে খেলছেন ১৯ বছর ধরে। মাহমুদউল্লাহর অভিজ্ঞতাও মুশফিকের মতো। তিনি ওয়ানডে ক্রিকেট খেলছেন ১৮ বছর ধরে। বাংলাদেশের অভিজ্ঞ এই দুই ক্রিকেটারের এখনো খেলে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক।

চ্যাম্পিয়নস ট্রফির দুই ম্যাচে রান করেছেন জাকের আলী। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৬৮ রানের পর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন ৪৫ রানের ইনিংস। দুটোই সাত নম্বরে নেমে। জাকেরের শীর্ষ পাঁচে ব্যাট করা প্রসঙ্গে কথা বলতে যেয়ে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজে কার্তিক টেনেছেন মুশফিক-মাহমুদউল্লাহ প্রসঙ্গ।

দিনেশ কার্তিক বলেন, ‘আমি ভেবেছিলাম ২০২৩ বিশ্বকাপ শেষেই মুশফিক ও মাহমুদউল্লাহ অবসর নেবে। তবে তারা খেলা চালিয়ে যাওয়াটাকেই বেছে নিয়েছে। জানি না আর কত দিন খেলবে। (খেললে) আমি অবাক হব। অবশ্য তারা আমাকে অনেক বিস্মিত করেছে। সম্ভবত আরও কিছুদিন খেলবে।’

কার্তিক যোগ করে বলেন, ‘আমার মনে হয় কোনো না কোনো সময়ে তরুণদের জন্য জায়গাটা ছাড়তে হবে। কারণ, এটা দলকে স্থিতিশীল করবে। প্রথমদিকে তারা হয়তো স্ট্রাগল করবে, তবে শেষে গিয়ে এটাই তাদের সাফল্য দেবে। ২০২৬ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ ভালো করতে চাইলে এমনটাই হওয়া উচিত।’ সূত্র : দেশ রুপান্তর।