ফিফটি করে কি আকরামকেই চুপ করতে বললেন আফ্রিদি?
- প্রকাশের সময় : ০৩:৩৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
- / ৩২ বার পঠিত
চলমান পিএসএলে (পাকিস্তান সুপার লিগ) একটি ম্যাচে সিকান্দার রাজা ও ডেভিড ভিসার মতো ব্যাটার থাকতেও আগে নেমেছিলেন শাহীন আফ্রিদি। বিষয়টি পছন্দ না হওয়ায় সমালোচনা করেছিলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। এবার সেই সমালোচনার মোক্ষম জবাবই যেন দিলেন শাহীন।
করাচি কিংসের বিপক্ষে ম্যাচে লাহোর কালান্দার্সের হয়ে শাহীন আগে ব্যাট করতে নামায় আকরাম বলেছিলেন, ‘শাহীন ৩ বলে ১ রান করেছে, যেখানে রাজা ১৬ বলে ২২ এবং ভিসা ৯ বলে ২৪ রান করেছে। দলের রানকে ১৭৭ পর্যন্ত নিয়ে গেছে তারা। এটি বাধ্যতামূলক না যে তুমি দলের অধিনায়ক তাই তোমাকে ব্যাট করতে নামতে হবে। পরিস্থিতি দেখো, যেখানে ডাগআউটে অন্য ব্যাটার এবং হিটাররা আছে। শাহীন যদি সেটি করতো তাহলে তারা (লাহোর) ১৯০ রান পর্যন্ত করতে পারত। শাহীনকে কারো বলা দরকার যে সে এখনো অলরাউন্ডার হয়ে উঠতে পারেনি।’
একদিন পরই কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে পাঁচ নম্বরে নেমে ৩৪ বলে ৫৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন শাহীন। এমন ইনিংস খেলে ‘চুপ থাকো’ উদযাপন করেছেন তিনি। এটাকে দেখা হচ্ছে আকরামকে দেওয়া জবাব হিসেবেই।
যদিও ম্যাচটিতে হেরে গেছে শাহীনের দল লাহোর। ৬ উইকেটে হেরেছে কোয়েটার বিপক্ষে। বল হাতে এদিন খুব একটা সুবিধা করতে পারেননি লাহোর অধিনায়ক। ৪ ওভারে ৪১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। শাহীনের এমন খরুচে বোলিংয়েরও সমালোচনা করেছেন আকরাম। তিনি বলেন, ‘শাহীন খুব অভিজ্ঞ বোলার। পাকিস্তান দলের অধিনায়কও সে। ৫ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে ও। সূত্র : আমাদের সময়।