তামিম-মুশফিক-মাহমুদউল্লাহর হাত ধরে ইতিহাস গড়ল বরিশাল
- প্রকাশের সময় : ১২:২৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
- / ৮৬ বার পঠিত
বাংলাদেশ জাতীয় দলের তিন অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের হাত ধরে বিপিএলে প্রথম শিরোপা জিতল বরিশাল। অতীতে তিনবার ফাইনালে খেলেও শিরোপা জিততে পারেনি বরিশাল। টুর্নামেন্টের ১০ম আসরে প্রথম শিরোপা জয়ের স্বাদ পেল বরিশাল।
বিপিএলের এবারের আসরের পয়েন্ট টেবিলের শীর্ষ দল রংপুর রাইডার্সকে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে বিদায় করে চতুর্থবারের মতো ফাইনালে উঠে বরিশাল। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লাকে ১৫৪ রানে থামিয়ে ৬ বল হাতে রেখে ৬ উইকেটের দাপুটে জয়ে শিরোপার উল্লাসে মেতে ওঠে বরিশাল।
এর আগে বিপিএলের প্রথম আসরে ২০১২ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করে বরিশাল বার্নার্স। এরপর ২০১৫ সালে তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হেরে রানার্সআপ হয় বরিশাল বুলস।
২০২২ সালে অষ্টম আসরেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হেরে যায় ফরচুন বরিশাল। এবার ১০ম আসরের ফাইনালে সেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার মধ্য দিয়ে বিপিএলে নতুন চ্যাম্পিয়ন হলো বরিশাল। সূত্র : যুগান্তর।