নিউইয়র্ক ০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

১৪ বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:৫৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
  • / ৯০ বার পঠিত

স্পোর্টস ডেস্ক: মাত্র ১৪ বছর বয়সেই গ্রান্ডমাস্টার হয়েছেন ভারতীয় দাবাড়ু লিওন মেন্ডনকা। ইতালীর একটি দাবা টুর্নামেন্টে অংশ নিয়ে গ্র্যান্ডমাস্টারের শিরোপা জিতেছেন ১৪ বছর ৯ মাস ১৭ দিন বয়সী মেন্ডনকা। এর আগে জুলাই মাসে দেশের ৬৬তম দাবাড়ু হিসেবে চেন্নাইয়ের জি আকাশ গ্র্যান্ডমাস্টার হন।
জিএম নর্মের প্রথম রাউন্ডে মেন্ডনকা জেতেন অক্টোবরে রিগো চেজ। নভেম্বরে জেতেন বুদাপেস্টে। চূড়ান্ত রাউন্ডে জেতেন ইতালীর ভারগানি কাপে। বাসানো ডেল গ্রাপ্পার ভারগানি কাপে মেন্ডনকা ৬.৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে শেষ করেন।
মেন্ডনকা এবং তার বাবা গত মার্চ মাসে কোভিড লকডাউনের কারণে ইউরোপে আটকা পড়েন। লকডাউনে থেকেই মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত নয় মাসে ১৬টি দাবা টুর্নামেন্টে অংশ নেন তিনি। ১৬টি টুর্নামেন্টে অংশ নেয়ায় তার রেটিং ২৪৫২ থেকে উন্নীত হয়ে ২৫৪৪ হয়।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

১৪ বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার

প্রকাশের সময় : ০৪:৫৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১

স্পোর্টস ডেস্ক: মাত্র ১৪ বছর বয়সেই গ্রান্ডমাস্টার হয়েছেন ভারতীয় দাবাড়ু লিওন মেন্ডনকা। ইতালীর একটি দাবা টুর্নামেন্টে অংশ নিয়ে গ্র্যান্ডমাস্টারের শিরোপা জিতেছেন ১৪ বছর ৯ মাস ১৭ দিন বয়সী মেন্ডনকা। এর আগে জুলাই মাসে দেশের ৬৬তম দাবাড়ু হিসেবে চেন্নাইয়ের জি আকাশ গ্র্যান্ডমাস্টার হন।
জিএম নর্মের প্রথম রাউন্ডে মেন্ডনকা জেতেন অক্টোবরে রিগো চেজ। নভেম্বরে জেতেন বুদাপেস্টে। চূড়ান্ত রাউন্ডে জেতেন ইতালীর ভারগানি কাপে। বাসানো ডেল গ্রাপ্পার ভারগানি কাপে মেন্ডনকা ৬.৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে শেষ করেন।
মেন্ডনকা এবং তার বাবা গত মার্চ মাসে কোভিড লকডাউনের কারণে ইউরোপে আটকা পড়েন। লকডাউনে থেকেই মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত নয় মাসে ১৬টি দাবা টুর্নামেন্টে অংশ নেন তিনি। ১৬টি টুর্নামেন্টে অংশ নেয়ায় তার রেটিং ২৪৫২ থেকে উন্নীত হয়ে ২৫৪৪ হয়।