ক্রীড়া ডেস্ক : বড় হার দিয়ে অভিষেক বিশ্বকাপ শেষ করলো টাইগ্রেসরা। রবিবার (২৭ মার্চ) মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ১০০ রানে হেরেছে বাংলাদেশ।
টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ইংলিশদের তোলা ৬ উইকেটে ২৩৪ রানের জবাবে তারা ১২ বল বাকি থাকতে গুটিয়ে যায় ১৩৪ রানে।
আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও এবারই প্রথম মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নেয় বাংলাদেশ। আট দলের আসরের প্রথম পর্বে সাত ম্যাচ খেলে তারা হেরেছে ছয়টিতে।
বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের প্রথমবার অংশগ্রহণের স্মৃতি অবিস্মরণীয় হয়ে থাকবে পাকিস্তানকে হারানোর কারণে। একমাত্র জয়ে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সপ্তম স্থান দখল করে আসর শেষ করল তারা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থেকে সবার নিচে রয়েছে পাকিস্তান।
গোটা আসরে বাংলাদেশকে ভুগিয়েছে ব্যাটিং। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বারবার বলেছেন, ব্যাটারদের মেলে ধরতে হবে নিজেদের। কিন্তু সেই প্রত্যাশা এদিনও পূরণ হয়নি। ২৩৫ রান তাড়ায় দুই ওপেনার শামিমা সুলতানা ও শারমিন আক্তার ৪২ রান যোগ করতে খেলেন ১৭.৫ ওভার! এরপর বলার মতো কোনো জুটিও গড়ে ওঠেনি।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বাংলাদেশ অলআউট হয়ে যায় মাত্র ১৩৪ রানে। একমাত্র লতা মণ্ডল কিছুটা চালিয়ে খেলেন। ৩ চারে তিনি করেন ৪৫ বলে ৩০ রান। শামিমা ২৩ রান করতে খরচ করেন ৬৪ বল। ২৩ রান করতে শারমিনের লাগে ৫০ বল। নিগার খেলেন ৩৭ বলে ২২ রানের ইনিংস।
এর আগে ইংল্যান্ড ভালো পুঁজি পায় শেষদিকের ঝড়ে। শেষ ৪৭ বলে তারা যোগ করে ৬৬ রান। এর পেছনে বড় কৃতিত্ব রাখেন ম্যাচসেরা সোফিয়া ডাঙ্কলি। ৮ চারে ৭২ বলে ৬৭ রান করেন তিনি। ক্যাথেরিন ব্রান্ট ২২ বলে ২৪ ও সোফি একেলস্টোন ১১ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। ২৬ রানে ২ উইকেট খোয়ানো ইংলিশদের শুরুতে ও মাঝে পথ দেখিয়েছিলেন ট্যামি বোমন্ট (৬৯ বলে ৩৩), ন্যাট স্কিভার (৫৭ বলে ৪০) ও অ্যামি জোনস (৪৭ বলে ৩১)।
আগের ম্যাচে অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে দেওয়া অফ স্পিনার সালমা খাতুন আবারও দেখান ঝলক। ১০ ওভারে ৪৬ রান খরচায় তার শিকার ২ উইকেট। এছাড়া, উইকেটের স্বাদ নেন জাহানারা আলম, রিতু মণি, ফাহিমা খাতুন ও লতা।
হককথা/এমউএ