নিউইয়র্ক ০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সোনার বাংলা, ব্রঙ্কস ইউনাইটেড, ব্রাদার্সের পূর্ণ পয়েন্ট লাভ : তৌহিদের হ্যাট্রিক

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:২০:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮
  • / ৮০৯ বার পঠিত

নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত এক্সিট ফুটবল লীগ-২০১৮ এর চতুর্থ সপ্তাহে গত ১৫ জুলাই রোববার তিনটি খেলা অনুষ্ঠিত হয়। সিটির কুইন্স বরোর নিউটাউন অ্যাথলেটিক মাঠে অপরাহ্নে অনুষ্ঠিত লীগের প্রথম খেলায় সোনার বাংলা ৬-০ গোলে উবাইয়া-কে, দ্বিতীয় খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ২-০ গোলে যুব সংঘ-কে আর বাংলাদেশ ব্রাদার্স এলায়েন্স (বিবিএ) ১-০ গোলে আইসাব-কে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। এদিন সোনার বাংলা’র তৌহিদ হ্যাটিক করার গৌরব অর্জন করে। খবর ইউএনএ’র।
খেলার সংক্ষিপ্ত বিবরনী: দিনের প্রথম খেলায় সোনার বাংলা ৬-০ গোলে উবাইয়া একে অপরের সাথে প্রতিদ্ব›িদ্বতা করে। খেলায় সোনার বাংলা এক চেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলে ৬ গোলে উবাইয়াকে পরাজিত করে। এদিন উবাইয়া সোনার বাংলা’র বিরুদ্ধে কোন প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। খেলার প্রথমার্ধে ৫টি আর দ্বিতীয়ার্ধে একটি গোল হয়। প্রথমার্ধের ১০ মিনিটে তৌহিদ প্রথম গোল করে সোনার বাংলা-কে এগিয়ে নিয়ে যায় (১-০)। এরপর ১৯ মিনিটের মাথায় রাহি দ্বিতীয় গোল করেন (২-০)। পরবর্তীতে ২২ মিনিটের মাথায় তৌহিদ আরো একটি গোল করেন (৩-০)। এর দুই মিনিট পরই বিজয় দলের পক্ষে সুজয় একটি গোল করেন (৪-০)। খেলার ২৭ মিটির সময় রাসেল আরো একটি গোল করেন (৫-০)। পরবর্তীতে খেলার দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিটের সময় তৌহিদ আরো একটি গোলের মাধ্যমে নিজের হ্যাট্রিক প‚র্ণ করেন (৬-০)। ফলে সোর বাংলা পূর্ণ পয়েন্ট পায়।
দিনের দ্বিতীয় খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ২-০ গোলে যুব সংঘ-কে পূর্ণ পয়েন্ট লাভ করে। খেলার প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে একটি গোল হয়। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই খেলার প্রথমার্ধের ১৯ মিনিটের সময় ব্রঙ্কস ইউনাইটেড-এর পক্ষে সিদ্দিক প্রথম গোল করেন (১-০)। পরবর্তীতে দ্বিতীয়ার্ধের শেষ মূহুর্তে অর্থাৎ ৬৭ মিনিটের সময় সিদ্দিক দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন (২-০)।
দিনের তৃতীয় ও শেষ খেলায় বাংলাদেশ ব্রাদার্স এলায়েন্স (বিবিএ) ১-০ গোলে আইসাব-কে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। এই খেলাটি ছিলো আকর্ষণীয়। খেলার ৪৭ মিনিটের সময় বিবিএ’র দেলোয়ার জয়সূচক একমাত্র গোলটি করেন (১-০)। আক্রমণ পাল্টা আক্রমনের মধ্য দিয়ে অনুষ্ঠিত খেলায় উভয় দলই একাধিক গোলের সুযোগ নষ্ট করে। তবে আইসাব-এর পেলান্টি কিক মিস করা ছিলো দূর্ভাগ্যজনক।
খেলাগুলো চলাকালীন সময় মধ্যে মাঠে ছিলেন বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টা ছদরুন নূর, সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি ওয়াহিদ কাজী এলিন, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রশিদ রানা, প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, দপ্তর সম্পাদক অঅব্দুল কাদির লিপু, কার্যকরী পরিষদ সদস্য আব্দুল বাসিত খান বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
এক্সিট ফুটবল লীগের পরবর্তী খেলা আগামী ২২ জুলাই রোববার বিকেল সাড়ে তিনটায় একই মাঠে অনুষ্ঠিত হবে। ছবি: তৈয়বুর রহমান টনি

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

সোনার বাংলা, ব্রঙ্কস ইউনাইটেড, ব্রাদার্সের পূর্ণ পয়েন্ট লাভ : তৌহিদের হ্যাট্রিক

প্রকাশের সময় : ০৫:২০:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮

নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত এক্সিট ফুটবল লীগ-২০১৮ এর চতুর্থ সপ্তাহে গত ১৫ জুলাই রোববার তিনটি খেলা অনুষ্ঠিত হয়। সিটির কুইন্স বরোর নিউটাউন অ্যাথলেটিক মাঠে অপরাহ্নে অনুষ্ঠিত লীগের প্রথম খেলায় সোনার বাংলা ৬-০ গোলে উবাইয়া-কে, দ্বিতীয় খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ২-০ গোলে যুব সংঘ-কে আর বাংলাদেশ ব্রাদার্স এলায়েন্স (বিবিএ) ১-০ গোলে আইসাব-কে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। এদিন সোনার বাংলা’র তৌহিদ হ্যাটিক করার গৌরব অর্জন করে। খবর ইউএনএ’র।
খেলার সংক্ষিপ্ত বিবরনী: দিনের প্রথম খেলায় সোনার বাংলা ৬-০ গোলে উবাইয়া একে অপরের সাথে প্রতিদ্ব›িদ্বতা করে। খেলায় সোনার বাংলা এক চেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলে ৬ গোলে উবাইয়াকে পরাজিত করে। এদিন উবাইয়া সোনার বাংলা’র বিরুদ্ধে কোন প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। খেলার প্রথমার্ধে ৫টি আর দ্বিতীয়ার্ধে একটি গোল হয়। প্রথমার্ধের ১০ মিনিটে তৌহিদ প্রথম গোল করে সোনার বাংলা-কে এগিয়ে নিয়ে যায় (১-০)। এরপর ১৯ মিনিটের মাথায় রাহি দ্বিতীয় গোল করেন (২-০)। পরবর্তীতে ২২ মিনিটের মাথায় তৌহিদ আরো একটি গোল করেন (৩-০)। এর দুই মিনিট পরই বিজয় দলের পক্ষে সুজয় একটি গোল করেন (৪-০)। খেলার ২৭ মিটির সময় রাসেল আরো একটি গোল করেন (৫-০)। পরবর্তীতে খেলার দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিটের সময় তৌহিদ আরো একটি গোলের মাধ্যমে নিজের হ্যাট্রিক প‚র্ণ করেন (৬-০)। ফলে সোর বাংলা পূর্ণ পয়েন্ট পায়।
দিনের দ্বিতীয় খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ২-০ গোলে যুব সংঘ-কে পূর্ণ পয়েন্ট লাভ করে। খেলার প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে একটি গোল হয়। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই খেলার প্রথমার্ধের ১৯ মিনিটের সময় ব্রঙ্কস ইউনাইটেড-এর পক্ষে সিদ্দিক প্রথম গোল করেন (১-০)। পরবর্তীতে দ্বিতীয়ার্ধের শেষ মূহুর্তে অর্থাৎ ৬৭ মিনিটের সময় সিদ্দিক দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন (২-০)।
দিনের তৃতীয় ও শেষ খেলায় বাংলাদেশ ব্রাদার্স এলায়েন্স (বিবিএ) ১-০ গোলে আইসাব-কে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। এই খেলাটি ছিলো আকর্ষণীয়। খেলার ৪৭ মিনিটের সময় বিবিএ’র দেলোয়ার জয়সূচক একমাত্র গোলটি করেন (১-০)। আক্রমণ পাল্টা আক্রমনের মধ্য দিয়ে অনুষ্ঠিত খেলায় উভয় দলই একাধিক গোলের সুযোগ নষ্ট করে। তবে আইসাব-এর পেলান্টি কিক মিস করা ছিলো দূর্ভাগ্যজনক।
খেলাগুলো চলাকালীন সময় মধ্যে মাঠে ছিলেন বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টা ছদরুন নূর, সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি ওয়াহিদ কাজী এলিন, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রশিদ রানা, প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, দপ্তর সম্পাদক অঅব্দুল কাদির লিপু, কার্যকরী পরিষদ সদস্য আব্দুল বাসিত খান বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
এক্সিট ফুটবল লীগের পরবর্তী খেলা আগামী ২২ জুলাই রোববার বিকেল সাড়ে তিনটায় একই মাঠে অনুষ্ঠিত হবে। ছবি: তৈয়বুর রহমান টনি