ক্রীড়া ডেস্ক : দল ও দেশের প্রতি দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের নিবেদন ও ত্যাগে মুগ্ধ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ মঙ্গলবার (২২ মার্চ) সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘প্রথম ওয়ানডে ম্যাচের পরেই ও (সাকিব) বলে ছিল পরিবারে মেডিকেল ইমাজেন্সি চলে আসতে পারে। আমরা বলেছি সমস্যা নেই। পরিবার আগে। পরে জানায় দ্বিতীয় ওয়ানডে খেলে আসবে।’
পাপন বলেন, ‘কালকে আবার ফোন করে বললো, শেষ ম্যাচ খেলেই আসবে। ওর (সাকিব) ফিরে আসার ব্যাপারে আমাদের সবসময় গ্রিন সিগনাল আছে। যেটা করছে দলের জন্য এটা ওর সেক্রিফাইস।’
বাংলাদেশ সেঞ্চুরিয়ানে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে জয় পেয়েছে। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জোহানেসবার্গে হেরেছে বড় ব্যবধানে। সেঞ্চুরিয়ানে বুধবার সিরিজ নির্ধারণী ম্যাচে টেম্বা বাভুমাদের মুখোমুখি হবেন সাকিব-তামিমরা। টেস্ট সিরিজের দলে থাকলেও ওই ম্যাচ খেলেই দেশে ফিরবেন সাকিব।
হককথা/এমউএ