নিউইয়র্ক ১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সাকিবের ছুটি মঞ্জুর

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৪৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
  • / ৯ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : নিউজিল্যান্ড সফরে না যেতে ছুটি চেয়েছিলেন সাকিব আল হাসান। শুরুতে মৌখিকভাবে আবেদন করেন তিনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বক্তেব্যের পর লিখিতভাবে আবেদন করেন।

জানা গেছে, জরুরি পারিবারিক প্রয়োজনের কথা উল্লেখ করে সফর থেকে ছুটি চেয়ে বিসিবির প্রধান নির্বাহীর কাছে চিঠি দেন সাকিব। তার ছুটি মঞ্জুর হয়েছে কি না তা নিয়ে ছিল জল্পনা-কল্পনা। অবশেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাকিবের ছুটি মঞ্জুর হওয়ার বিষয়টি নিশ্চিত করলেন।

সোমবার (৬ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ নারী দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান পাপন। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘সাকিব ছুটি চেয়েছে আমরা মৌখিকভাবে জানতাম। তবে চেয়েছিলাম সে লিখিতভাবে আবেদন করুক। এতে স্বচ্ছতা থাকে। হ্যাঁ, অবশ্যই তার ছুটি মঞ্জুর হয়েছে।’

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সাকিবের ছুটি মঞ্জুর

প্রকাশের সময় : ০৫:৪৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১

ক্রীড়া ডেস্ক : নিউজিল্যান্ড সফরে না যেতে ছুটি চেয়েছিলেন সাকিব আল হাসান। শুরুতে মৌখিকভাবে আবেদন করেন তিনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বক্তেব্যের পর লিখিতভাবে আবেদন করেন।

জানা গেছে, জরুরি পারিবারিক প্রয়োজনের কথা উল্লেখ করে সফর থেকে ছুটি চেয়ে বিসিবির প্রধান নির্বাহীর কাছে চিঠি দেন সাকিব। তার ছুটি মঞ্জুর হয়েছে কি না তা নিয়ে ছিল জল্পনা-কল্পনা। অবশেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাকিবের ছুটি মঞ্জুর হওয়ার বিষয়টি নিশ্চিত করলেন।

সোমবার (৬ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ নারী দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান পাপন। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘সাকিব ছুটি চেয়েছে আমরা মৌখিকভাবে জানতাম। তবে চেয়েছিলাম সে লিখিতভাবে আবেদন করুক। এতে স্বচ্ছতা থাকে। হ্যাঁ, অবশ্যই তার ছুটি মঞ্জুর হয়েছে।’