নিউইয়র্ক ১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

লীগ চ্যাম্পিয়ন ওজনপার্ক, রানার্স আপ জ্যাকসন হাইটস

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:২৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০১৬
  • / ৮৪০ বার পঠিত

নিউইয়র্ক: বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ‘পরিচয় ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৬’-এ ওজনপার্ক এফসি অপরাজিত চ্যাম্পিয়ন আর জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব রানার্স হওয়ার গৌরব অর্জন করেছে। পয়েন্ট তালিকার শীর্ষে থেকে ওজনপার্ক (২২ পয়েন্ট) আগেই চ্যাম্পিয়নশীপ নিশ্চিত করে। অপরদিকে লীগের দশম সপ্তাহের খেলায় ৭ আগষ্ট রোববার জ্যাকসন হাইটস ২-১ গোলে ব্রঙ্কস ইউনাইটেডকে পরাজিত করে ১৮ পয়েন্ট অর্জন করে রানার্স আপ হয়। এবারের লীগে সর্বোচ্চ ১১টি গোল করে সর্বোচ্চ গোলদাতার শীর্ষে রয়েছেন আইসাব-এর সৌরভ।
সিটির এলমহার্সস্থ নিউ টাউন অ্যাথলেটিক মাঠে এদিন লীগের তিনটি খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। দিনের প্রথম খেলায় জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব ও ব্রঙ্কস ইউনাইটেড একে অপরের সাথে প্রতিদ্ব›িদ্বতা করে। খেলার প্রথমার্ধে জ্যাকসন হাইটস ২-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে একটি গোল হজম করে জয়ী হয়। বিজয়ী দলের পক্ষে প্রথমার্ধের ৫ মিনিটের সময় মিতু এবং ২০ মিনিটের সময় মিনহাজ গোল করে। অপরদিকে খেলার দ্বিতীয়ার্ধের ৪২ মিনিটের সময় ব্রঙ্কস ইউনাইটেডের পক্ষে মিনা একমাত্র গোল করেন।
অপরদিকে দিনের দ্বিতীয় খেলায় সোনার বাংলা ও নিউজার্সী ইউনাইটেড এবং তৃতীয় খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স এলায়েন্স’র মধ্যে দুটি খেলা হওয়ার কথা থাকলেও এদিন নিউজার্সী ও মোহামেডান মাঠে না আসায় খেলার নিময়ানুযায়ী সোনার বাংলা ও ব্রাদার্স এলায়েন্স ওয়াক ওভার লাভ করে পূর্ণ পয়েন্ট অর্জন করে।
পরিচয় ফুটবল লীগের খেলা শেষে লীগের শীর্ষ চার দল নিয়ে পরিচয় টুর্নামেন্ট অনুষ্ঠত হবে। টুর্নামেন্টে উঠা দল চারটি হচ্ছে ওজনপার্ক এফসি (২২ পয়েন্ট), জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব (১৮ পয়েন্ট), আইসাব (১৭ পয়েন্ট) ও ব্রঙ্কস ইউনাইটেড (১৫ পয়েন্ট)।
পরবর্তী খেলা: বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত লীগ পর্যায়ের খেলা শেষ হওয়ায় দুই সপ্তাহ বিরতীর পর আগামী ২৮ আগষ্ট রোববার একই মাঠে ‘পরিচয় ফুটবল টুর্নামেন্ট’-এর দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ঐদিন বিকেল তিনটায় অনুষ্ঠিতব্য প্রথম খেলায় ওজনপার্ক এফসি ও ব্রঙ্কস ইউনাইটেড এবং বিকেল পাঁচটায় অনুষ্ঠিতব্য দ্বিতীয় সেমিফাইনালে জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব ও আইসাব একে অপরের সাথে প্রতিদ্ব›িদ্বতা করবে।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

লীগ চ্যাম্পিয়ন ওজনপার্ক, রানার্স আপ জ্যাকসন হাইটস

প্রকাশের সময় : ০৭:২৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০১৬

নিউইয়র্ক: বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ‘পরিচয় ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৬’-এ ওজনপার্ক এফসি অপরাজিত চ্যাম্পিয়ন আর জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব রানার্স হওয়ার গৌরব অর্জন করেছে। পয়েন্ট তালিকার শীর্ষে থেকে ওজনপার্ক (২২ পয়েন্ট) আগেই চ্যাম্পিয়নশীপ নিশ্চিত করে। অপরদিকে লীগের দশম সপ্তাহের খেলায় ৭ আগষ্ট রোববার জ্যাকসন হাইটস ২-১ গোলে ব্রঙ্কস ইউনাইটেডকে পরাজিত করে ১৮ পয়েন্ট অর্জন করে রানার্স আপ হয়। এবারের লীগে সর্বোচ্চ ১১টি গোল করে সর্বোচ্চ গোলদাতার শীর্ষে রয়েছেন আইসাব-এর সৌরভ।
সিটির এলমহার্সস্থ নিউ টাউন অ্যাথলেটিক মাঠে এদিন লীগের তিনটি খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। দিনের প্রথম খেলায় জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব ও ব্রঙ্কস ইউনাইটেড একে অপরের সাথে প্রতিদ্ব›িদ্বতা করে। খেলার প্রথমার্ধে জ্যাকসন হাইটস ২-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে একটি গোল হজম করে জয়ী হয়। বিজয়ী দলের পক্ষে প্রথমার্ধের ৫ মিনিটের সময় মিতু এবং ২০ মিনিটের সময় মিনহাজ গোল করে। অপরদিকে খেলার দ্বিতীয়ার্ধের ৪২ মিনিটের সময় ব্রঙ্কস ইউনাইটেডের পক্ষে মিনা একমাত্র গোল করেন।
অপরদিকে দিনের দ্বিতীয় খেলায় সোনার বাংলা ও নিউজার্সী ইউনাইটেড এবং তৃতীয় খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স এলায়েন্স’র মধ্যে দুটি খেলা হওয়ার কথা থাকলেও এদিন নিউজার্সী ও মোহামেডান মাঠে না আসায় খেলার নিময়ানুযায়ী সোনার বাংলা ও ব্রাদার্স এলায়েন্স ওয়াক ওভার লাভ করে পূর্ণ পয়েন্ট অর্জন করে।
পরিচয় ফুটবল লীগের খেলা শেষে লীগের শীর্ষ চার দল নিয়ে পরিচয় টুর্নামেন্ট অনুষ্ঠত হবে। টুর্নামেন্টে উঠা দল চারটি হচ্ছে ওজনপার্ক এফসি (২২ পয়েন্ট), জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব (১৮ পয়েন্ট), আইসাব (১৭ পয়েন্ট) ও ব্রঙ্কস ইউনাইটেড (১৫ পয়েন্ট)।
পরবর্তী খেলা: বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত লীগ পর্যায়ের খেলা শেষ হওয়ায় দুই সপ্তাহ বিরতীর পর আগামী ২৮ আগষ্ট রোববার একই মাঠে ‘পরিচয় ফুটবল টুর্নামেন্ট’-এর দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ঐদিন বিকেল তিনটায় অনুষ্ঠিতব্য প্রথম খেলায় ওজনপার্ক এফসি ও ব্রঙ্কস ইউনাইটেড এবং বিকেল পাঁচটায় অনুষ্ঠিতব্য দ্বিতীয় সেমিফাইনালে জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব ও আইসাব একে অপরের সাথে প্রতিদ্ব›িদ্বতা করবে।