রিভিউয়ে লাভ হয়নি, আক্ষেপ নিয়ে সাজঘরে মুশফিক

- প্রকাশের সময় : ১২:৪১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
- / ১২৫ বার পঠিত
ক্রীড়া ডেস্ক : লিটন দাসের প্রথম সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের লড়াকু ফিফটিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তবে ম্যচের দ্বিতীয় দিনে ভাগ্য সহায় হয়নি। শতক থেকে ১৮ রান দূরে থেকে দ্বিতীয় দিন শুরু করেছিলেন। ৯ রান যোগ করে ফাহিম আশরাফের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন।
আম্পায়ার আউট দিলে মুশফিক রিভিউ নেন, কিন্তু লাভ হয়নি। ২২৫ বলে ১১টি চারে ৯১ রান করেন তিনি।
আজ শনিবার (২৭ নভেম্বর) সকালের সেশনে এরই মধ্যে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। এ পর্যন্ত ১৪ ওভার ব্যাট করে ২৩ তুলতে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
১০৬ ওভার শেষে বাংলাদেশ ৮ উইকেটে ৩০৪। আজ দিনের প্রথম ঘন্টা পাকিস্তানের।
অন্যতম সেরা পেসার পাকিস্তানের শাহিন আফ্রিদিকে চোখজুড়ানো কাভার ড্রাইভে চার মেরে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের রানের খাতা খুলেন অভিষেক টেস্ট খেলতে নামা ইয়াসির। কিন্তু বেশিদূর এগোতে পারলেন না, হাসানের বলেই বোল্ড হয়ে ফেরেন সাজঘরে। তার ব্যাট থেকে আসে ১৯ বলে ৪ রান। দীর্ঘ প্রতীক্ষার পর সুযোগ পেয়েছিলেন, কিন্তু প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ এই ব্যাটসম্যান।
হাসান আলীর বলে এলবিডব্লিউর শিকার হয়ে দ্বিতীয় দিনের শুরুতে ফেরেন লিটন দাস। প্রথমে আম্পায়ার আউট না দিলে রিভিউ নেন বাবর আজম। এরপর আর এই ডানহাতি ব্যাটসম্যানের রক্ষা হয়নি। মাত্র ১ রান যোগ করেন দ্বিতীয় দিন। ২৩৩ বলে ১১টি চার ও একটি ছয়ে ১১৪ রান করে ফেরেন সাজঘরে। লিটনের আউটে ভেঙে যায় পঞ্চম উইকেটে মুশফিকের সঙ্গে গড়া ৪২৫ বলে ২০৬ রানের জুটি।
চট্টগ্রাম টেস্টে আজ দ্বিতীয় দিনের খেলা চলছে। ৪ উইকেটে ২৫৩ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ। ১১৩ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেন লিটন দাস। অন্য প্রান্তে তাকে সঙ্গ দেন ৮২ রানে অপরাজিত থাকা মুশফিক।
প্রথম দিন আলোকস্বল্পতায় একটু আগেভাগে শেষ হওয়ায় শনিবার খেলা শুরু হয় নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে, সকাল পৌনে ১০টায়।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ প্রথম ইনিংস
(আগের দিন শেষে) ৮৫ ওভারে ২৫৩/৪ : (সাদমান ১৪, সাইফ ১৪, শান্ত ১৪, মুমিনুল ৬, মুশফিক ৮২*, লিটন ১১৩*; আফ্রিদি ১৮-৪-৫০-১, হাসান ১৩-৩-৩৮-১, ফাহিম ১০-২-৩৮-১, সাজিদ ২২-৩-৬৮-১, নুমান ২২-৫-৫১-০)।