মেয়ার্সের ডাবল সেঞ্চুরি : ১৪৪ বছরের টেস্ট ইতিহাস
 
																
								
							
                                - প্রকাশের সময় : ০৯:৫০:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১০০ বার পঠিত
স্পোর্টস ডেস্ক: বয়স ২৮ বছর ১৫২ দিন। এই বয়সে সাদা পোশাকে অভিষেক হয়েছে, তাও আবার বিদেশের মাটিতে। প্রথম ইনিংসে ৪০ রান করে নিজেকে চিনিয়েছিলেন। আর দ্বিতীয় ইনিংসে যা করলেন, সেটা ১৪৪ বছরের টেস্ট ইতিহাসে আর কেউ করতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজ তথা বিশ্ব ক্রিকেটের ইতিহাসে মায়ার্সের এই অতিমানবীয় ইনিংসটি সোনার অক্ষরে লেখা থাকবে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশকে রোববার (৭ ফেব্রæয়ারী) ৩ উইকেটে হারিয়েছে উইন্ডিজ। অপরাজিত ২০৯* রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন কাইল মেয়ার্স। এই অনন্য কীর্তিতে তিনি হয়ে গেছেন টেস্ট ক্রিকেটের ১৪৪ বছরের ইতিহাসে অভিষেকে চতুর্থ ইনিংসে ডাবল সেঞ্চুরি তুলে নেওয়া প্রথম ব্যাটসম্যান। তার ৩১০ বলের ইনিংসে ছিল ২০টি চার এবং ৭টি ছক্কা। টেস্ট ম্যাচটাকে তিনি অনেকটা টি-টোয়েন্টি বানিয়ে ফেলেছিলেন। পঞ্চম দিনের ভয়ংকর উইকেটে তিনি ব্যাট চালিয়েছেন তরবারির মতো।
স্পিনবান্ধব উইকেটে অন্য ব্যাটসম্যানরা যেখানে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করেছেন, বাজে বলও সমীহ করে খেলেছেন, মায়ার্স সেখানে হাত খুলে এবং মন খুলে খেলেছেন। জয়সূচক রানও এসেছে তার ব্যাট থেকে। একটু খারাপ বল পেলেই সেগুলোকে পাঠিয়েছেন সীমানার বাইরে। আবার ভালো বলকে সম্মান করে রক্ষণাত্বক হয়ে গেছেন। এই কৌশল শতভাগ কাজে লাগাতে পারায় মেয়ার্স আজ নায়ক। আর বাংলাদেশের ক্রিকেটে দগদগে ঘা হয়ে রইল এই চট্টগ্রাম টেস্ট।
 
																			
























