নিউইয়র্ক ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মেসি করোনায় আক্রান্ত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:৩৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
  • / ৭৫ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : বড়দিনের ছুটিটা ভালোই কাটাচ্ছিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনায় ফিরে গিয়ে ইচ্ছেমতো ঘুরে বেড়িয়েছেন। তবে নতুন বছরের শুরুতেই শুনতে হলো দুঃসংবাদ। করোনায় আক্রান্ত হয়েছেন সাতবারের বর্ষসেরা ফুটবলার।

সোমবার ফ্রেঞ্চ কাপে মেসিদের ম্যাচ ছিল ভেনেস অলিম্পিক ক্লাবের বিপক্ষে। তার আগে, পিএসজির পক্ষ থেকে খেলোয়াড়দের নিয়মিত আরটি-পিসিআর টেস্ট করানো হয়।

তাতে দেখা যায়, মেসিসহ মোট চারজন ফুটবলার করোনা আক্রান্ত। বাকি তিনজন হলেন লেফট ব্যাক হুয়ান বার্নাট, ব্যাকআপ গোলরক্ষক সার্জিও রিকো এবং ১৯ বছর বয়সী মিডফিল্ডার নাথান বিটুমাজালা। চারজনকেই সঙ্গে সঙ্গে আইসোলেশনে পাঠানো হয়েছে এবং যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

শনিবার রাতেই প্রথম একটি বিবৃতিতে পিএসজি জানিয়েছিলো, তাদের একজন সাপোর্টিং স্টাফের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। কিন্তু ওই সময় কারো নাম প্রকাশ করা হয়নি। পরে আজ আরও একটি বিবৃবিতে দলের মেডিক্যাল আপডেট জানানো হয়। সেখানেই মেসিসহ চার ফুটবলারের করোনা আক্রান্তের খবর দেওয়া হলো।

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন চিহ্নিত হওয়ার পর থেকেই সংক্রমণ বেড়ে চলেছে ইংল্যান্ড, স্পেনসহ পুরো ইউরোপে। ইংল্যান্ডে ডিসেম্বরের শেষ দশকে অনেকগুলো ম্যাচ বাতিল করতে হয় করোনা সংক্রমণের কারণে। পরবর্তীতে জানা যায়, স্পেনে রিয়াল মাদ্রিদের বেশ কিছু খেলোয়াড় করোনা পজিটিভ।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

মেসি করোনায় আক্রান্ত

প্রকাশের সময় : ০৭:৩৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২

ক্রীড়া ডেস্ক : বড়দিনের ছুটিটা ভালোই কাটাচ্ছিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনায় ফিরে গিয়ে ইচ্ছেমতো ঘুরে বেড়িয়েছেন। তবে নতুন বছরের শুরুতেই শুনতে হলো দুঃসংবাদ। করোনায় আক্রান্ত হয়েছেন সাতবারের বর্ষসেরা ফুটবলার।

সোমবার ফ্রেঞ্চ কাপে মেসিদের ম্যাচ ছিল ভেনেস অলিম্পিক ক্লাবের বিপক্ষে। তার আগে, পিএসজির পক্ষ থেকে খেলোয়াড়দের নিয়মিত আরটি-পিসিআর টেস্ট করানো হয়।

তাতে দেখা যায়, মেসিসহ মোট চারজন ফুটবলার করোনা আক্রান্ত। বাকি তিনজন হলেন লেফট ব্যাক হুয়ান বার্নাট, ব্যাকআপ গোলরক্ষক সার্জিও রিকো এবং ১৯ বছর বয়সী মিডফিল্ডার নাথান বিটুমাজালা। চারজনকেই সঙ্গে সঙ্গে আইসোলেশনে পাঠানো হয়েছে এবং যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

শনিবার রাতেই প্রথম একটি বিবৃতিতে পিএসজি জানিয়েছিলো, তাদের একজন সাপোর্টিং স্টাফের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। কিন্তু ওই সময় কারো নাম প্রকাশ করা হয়নি। পরে আজ আরও একটি বিবৃবিতে দলের মেডিক্যাল আপডেট জানানো হয়। সেখানেই মেসিসহ চার ফুটবলারের করোনা আক্রান্তের খবর দেওয়া হলো।

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন চিহ্নিত হওয়ার পর থেকেই সংক্রমণ বেড়ে চলেছে ইংল্যান্ড, স্পেনসহ পুরো ইউরোপে। ইংল্যান্ডে ডিসেম্বরের শেষ দশকে অনেকগুলো ম্যাচ বাতিল করতে হয় করোনা সংক্রমণের কারণে। পরবর্তীতে জানা যায়, স্পেনে রিয়াল মাদ্রিদের বেশ কিছু খেলোয়াড় করোনা পজিটিভ।