ক্রীড়া ডেস্ক : প্যারিসে ভালো কাটছে না নেইমারের সময়। চ্যাম্পিয়নস লীগে ব্যর্থতার পর পার্কে দেস প্রিন্সেসে সমর্থকদের দুয়ো শুনেছেন ব্রাজিলিয়ান স্টার। নেইমারের দুঃসময়ে যোগ হয়েছে গুরুতর এক অভিযোগ। খবর বেরিয়েছে, মদ্যপ অবস্থায় পিএসজির অনুশীলনে যোগ দিয়েছিলেন তিনি! তবে লুকাস পাকেতার মতে, নেইমারের বিরুদ্ধে আসা এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন।
২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফির বিনিময়ে বার্সেলোনা থেকে উড়িয়ে আনা হয় নেইমারকে। ব্রাজিলিয়ান স্টারের প্যারিস অধ্যায়টা সাদামাটাই, সমর্থকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ নেইমার। সম্প্রতি রিয়াল মাদ্রিদের কাছে চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলো থেকে বিদায়ের পর থেকে পিএসজি সমর্থকদের তোপের মুখে রয়েছেন নেইমার। কোনো লেগেই জালের দেখা পাননি তিনি। দ্বিতীয় লেগে তার পারফরম্যান্স ছিল হতাশাব্যঞ্জক।
১৩ই মার্চ বোর্দোর বিপক্ষে খেলতে নেমে পিএসজি সমর্থকদের কাছ থেকে নেইমার পান দুয়ো ধ্বনি।
এরপর গত মঙ্গলবার আরএমসি স্পোর্টের এক প্রতিবেদনে দাবি করা হয়, মাতাল অবস্থায় পিএসজির অনুশীলনে এসে ক্লাবের শৃঙ্খলা ভঙ্গ করেছেন নেইমার। বিষয়টি মানতে নারাজ পাকেতা। তিনি বলেন, ‘কারো বিষয়ে এভাবে উদ্ভট কথা বলা বা মিথ্যা তথ্য ছড়ানো খুবই অসম্মানজনক। অবশ্যই এ বিষয়ে মন্তব্য করেনি, আমি বিশ্বাস করি এটা মিথ্যা। মানুষ খুব বেশি কথা বলে এবং বিষয়টি আমাদের ওপর কিছুটা হলেও প্রভা ফেলে। লোকেরা যা বলে তাই বিশ্বাস করা যাবে না। ’
পাকেতা বলেন, ‘নেইমার দুর্দান্ত একজন ব্যক্তি, দারুণ পেশাদার, যার অবিশ্বাস্য প্রতিভা রয়েছে। নিঃসন্দেহে সে ব্রাজিল দলের সেরা খেলোয়াড়।’
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে জাতীয় দলের সঙ্গে অবস্থান করছেন নেইমার। লাতিন আমেরিকা অঞ্চল থেকে সবার আগে কাতার বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিল কাল ভোর সাড়ে ৫টায় ঘরের মাঠে খেলবে চিলির বিপক্ষে। এরপর আগামী ৩০শে মার্চ বলিভিয়ার আতিথ্য নেবে সেলেসাওরা।
বাছাইয়ে ১৫ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা।
হককথা/এমউএ