নিউইয়র্ক ০৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ব্রঙ্কস ইউনাটেড ও আইসাবের পূর্ণ পয়েন্ট লাভ ॥ ব্রাদার্স ও সোনার বাংলা’র পয়েন্ট ভাগাভাগী

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯
  • / ৪৪৭ বার পঠিত

নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত নিউইয়র্ক ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৯ গত ১৬ জুন রোববার থেকে শুরু হয়েছে। প্রথমে লীগ এবং লীগ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দলের মধ্যে টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে। রোববার বিকেলে কুইন্সের নিউ টাউন অ্যাথলেটিক মাঠে রংবেরং-এর একগুচ্ছ বেলুন আর ফুটবলে শট মেরে লীগের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। এদিকে উদ্বোধনী দিনে তিনটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ২-০ গোলে ওজনপার্ক যুব সংঘ (এ)-কে পরাজিত করে শুভ সূচনার পাশাপাশি পূর্ণ পয়েন্ট অর্জন করে। লীগের দ্বিতীয় খেলায় ব্রাদার্স এলায়েন্স ও সোনার বাংলা ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগী করে নেয় এবং তৃতীয় খেলায় আইসাব ৩-০ গোলে সহজেই সন্দ্বীপ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। খবর ইউএনএ’র।
উদ্বোধনী পর্ব: ফুটবল লীগের উদ্বোধনী দিনে বেলা প্রথম ম্যাচের পর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা বিশেষ অতিথি হিসেবে ছিলেন। স্পোর্টস কাউন্সিলের সভাপতি মহিউদ্দিন দেওয়ানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুয়েল আহমদের পরিচালনায় এই পর্বে অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পোর্টস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপদেষ্টা আব্দুর রহিম বাদশা, সংগঠনের উপদেষ্টা যথাক্রমে হাজী এনাম, জুনেদ চৌধুরী, আতাউর রহমান সেলিম, আবদুল হাসিম হাসনু ও আবদুর নূর বড় ভূইয়া। স্পোর্টস কাউন্সিল অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি ওয়াহিদ কাজী এলিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. এইচ রশিদ রানা, সাংগঠনিক সম্পাদক সাইকুল ইসলাম, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম রুমি, কার্যকরী সদস্য কাজী তোফায়েল ইসলাম, আবু তাহের আসাদ, আবদুল কাদির লিপু, আব্দুল বাসিত বুলবুল, সৈয়দ এনায়েত আলী, জাকির হেসেন, ইয়াকুত রহমান, মীর জাকির প্রমুখ। এছাড়াও বিপুল সংখ্যক কমিউনিটি নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন তার বক্তব্যে খেলোয়ারী সুলভ মনোভাব নিয়ে খেলায় অংশ নেয়ার জন্য সকল দলের প্রতি আহবান জানান। তিনি নিউইয়র্ক ফুটবল লীগ ও টুর্নামেন্ট আয়োজনের জন্য স্পোর্টস কাউন্সিলের প্রশংসা করেন এবং এমন আয়োজনে কমিউনিটিকে আরো সম্পৃক্ত করার উপর গুরুত্বারোপ করেন।
কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা বলেন, খেলাধুলার পাশাপাশি বাংলাদেশী কমিউনিটিকে অন্যান্য কর্মকান্ডের মধ্য দিয়ে আরো এগিয়ে নিতে হবে।
খেলার সংক্ষিপ্ত বিবরণ: উদ্বোধনী দিনে লীগের প্রথম খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ২-০ গোলে লীগের অন্যতম শক্তিশালী দল ওজনপার্ক যুব সংঘকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলার প্রথমার্ধ গোল শূন্য ড্র ছিলো। খেলার দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটের সময় ব্রঙ্কস ইউনাইটেডের রাসেল যুব সংঘের গোল পোষ্টের সামনের জটলা থেকে গোল করে দলকে এগিয়ে নেয় (১-০)। এরপর খেলা আরো জমে উঠে। তবে শেষ পর্যন্ত ব্রঙ্কস আরো একটি গোল করে দলের জয় নিশ্চিত করে। খেলা শেষ হওয়ার মাত্র এক মিনিট আগে বিজয়ী দলের পক্ষে মোহাম্মদ দ্বিতীয় ও শেষ গোল করেন।
দ্বিতীয় খেলায় ব্রাদার্স এলায়েন্স ও গত বারের চ্যাম্পিয়ান সোনার বাংলা ১-১ গোলে ড্র করে। আক্রমণ, পাল্টা আক্রমনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই খেলার প্রথমার্ধ ছিলো গোল শূন্য। খেলার দ্বিতীয়ার্ধের ৪৬ মিনিটে সোনার বাংলার সাব গোল করে দলকে এগিয়ে নেয় (১-০)। কিন্তু খেলার শেষ মিনিটে ব্রাদার্স এলায়েন্সের সিজারের গোলে খেলায় সমতা আসে (১-১)।
দিনের তৃতীয় ও শেষ খেলায় আইসাব ৩-০ গোলে সহজেই সন্দ্বীপ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। দলের পক্ষে ৫ মিনিটের সময় শরীফ, ৩৫ মিনিটের সময় জায়ান এবং শেষ মিনিটে জামাল গোল করেন।
উল্লেখ্য, একই মাঠে সপ্তাহের প্রতি রোববার লীগের তিনটি করে খেলা অনুষ্ঠিত হবে। এবারের লীগে ৮টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে: যুব সংঘ (এ), ব্রঙ্কস ইউনাইটেড, ব্রাদার্স এলায়েন্স, সোনার বাংলা, সন্ধীপ, স্পোর্টং ক্লাব, যুব সংঘ (বি), আইসাব ও জ্যাকসন হাইটস।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

ব্রঙ্কস ইউনাটেড ও আইসাবের পূর্ণ পয়েন্ট লাভ ॥ ব্রাদার্স ও সোনার বাংলা’র পয়েন্ট ভাগাভাগী

প্রকাশের সময় : ১২:০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯

নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত নিউইয়র্ক ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৯ গত ১৬ জুন রোববার থেকে শুরু হয়েছে। প্রথমে লীগ এবং লীগ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দলের মধ্যে টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে। রোববার বিকেলে কুইন্সের নিউ টাউন অ্যাথলেটিক মাঠে রংবেরং-এর একগুচ্ছ বেলুন আর ফুটবলে শট মেরে লীগের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। এদিকে উদ্বোধনী দিনে তিনটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ২-০ গোলে ওজনপার্ক যুব সংঘ (এ)-কে পরাজিত করে শুভ সূচনার পাশাপাশি পূর্ণ পয়েন্ট অর্জন করে। লীগের দ্বিতীয় খেলায় ব্রাদার্স এলায়েন্স ও সোনার বাংলা ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগী করে নেয় এবং তৃতীয় খেলায় আইসাব ৩-০ গোলে সহজেই সন্দ্বীপ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। খবর ইউএনএ’র।
উদ্বোধনী পর্ব: ফুটবল লীগের উদ্বোধনী দিনে বেলা প্রথম ম্যাচের পর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা বিশেষ অতিথি হিসেবে ছিলেন। স্পোর্টস কাউন্সিলের সভাপতি মহিউদ্দিন দেওয়ানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুয়েল আহমদের পরিচালনায় এই পর্বে অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পোর্টস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপদেষ্টা আব্দুর রহিম বাদশা, সংগঠনের উপদেষ্টা যথাক্রমে হাজী এনাম, জুনেদ চৌধুরী, আতাউর রহমান সেলিম, আবদুল হাসিম হাসনু ও আবদুর নূর বড় ভূইয়া। স্পোর্টস কাউন্সিল অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি ওয়াহিদ কাজী এলিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. এইচ রশিদ রানা, সাংগঠনিক সম্পাদক সাইকুল ইসলাম, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম রুমি, কার্যকরী সদস্য কাজী তোফায়েল ইসলাম, আবু তাহের আসাদ, আবদুল কাদির লিপু, আব্দুল বাসিত বুলবুল, সৈয়দ এনায়েত আলী, জাকির হেসেন, ইয়াকুত রহমান, মীর জাকির প্রমুখ। এছাড়াও বিপুল সংখ্যক কমিউনিটি নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন তার বক্তব্যে খেলোয়ারী সুলভ মনোভাব নিয়ে খেলায় অংশ নেয়ার জন্য সকল দলের প্রতি আহবান জানান। তিনি নিউইয়র্ক ফুটবল লীগ ও টুর্নামেন্ট আয়োজনের জন্য স্পোর্টস কাউন্সিলের প্রশংসা করেন এবং এমন আয়োজনে কমিউনিটিকে আরো সম্পৃক্ত করার উপর গুরুত্বারোপ করেন।
কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা বলেন, খেলাধুলার পাশাপাশি বাংলাদেশী কমিউনিটিকে অন্যান্য কর্মকান্ডের মধ্য দিয়ে আরো এগিয়ে নিতে হবে।
খেলার সংক্ষিপ্ত বিবরণ: উদ্বোধনী দিনে লীগের প্রথম খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ২-০ গোলে লীগের অন্যতম শক্তিশালী দল ওজনপার্ক যুব সংঘকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলার প্রথমার্ধ গোল শূন্য ড্র ছিলো। খেলার দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটের সময় ব্রঙ্কস ইউনাইটেডের রাসেল যুব সংঘের গোল পোষ্টের সামনের জটলা থেকে গোল করে দলকে এগিয়ে নেয় (১-০)। এরপর খেলা আরো জমে উঠে। তবে শেষ পর্যন্ত ব্রঙ্কস আরো একটি গোল করে দলের জয় নিশ্চিত করে। খেলা শেষ হওয়ার মাত্র এক মিনিট আগে বিজয়ী দলের পক্ষে মোহাম্মদ দ্বিতীয় ও শেষ গোল করেন।
দ্বিতীয় খেলায় ব্রাদার্স এলায়েন্স ও গত বারের চ্যাম্পিয়ান সোনার বাংলা ১-১ গোলে ড্র করে। আক্রমণ, পাল্টা আক্রমনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই খেলার প্রথমার্ধ ছিলো গোল শূন্য। খেলার দ্বিতীয়ার্ধের ৪৬ মিনিটে সোনার বাংলার সাব গোল করে দলকে এগিয়ে নেয় (১-০)। কিন্তু খেলার শেষ মিনিটে ব্রাদার্স এলায়েন্সের সিজারের গোলে খেলায় সমতা আসে (১-১)।
দিনের তৃতীয় ও শেষ খেলায় আইসাব ৩-০ গোলে সহজেই সন্দ্বীপ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। দলের পক্ষে ৫ মিনিটের সময় শরীফ, ৩৫ মিনিটের সময় জায়ান এবং শেষ মিনিটে জামাল গোল করেন।
উল্লেখ্য, একই মাঠে সপ্তাহের প্রতি রোববার লীগের তিনটি করে খেলা অনুষ্ঠিত হবে। এবারের লীগে ৮টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে: যুব সংঘ (এ), ব্রঙ্কস ইউনাইটেড, ব্রাদার্স এলায়েন্স, সোনার বাংলা, সন্ধীপ, স্পোর্টং ক্লাব, যুব সংঘ (বি), আইসাব ও জ্যাকসন হাইটস।