বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব
![](https://hakkatha.com/wp-content/uploads/2024/05/hakkathafav.png)
- প্রকাশের সময় : ০৩:০৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০১৫
- / ১০৩৩ বার পঠিত
ঢাকা: আবারো বিশ্ব ক্রিকেট র্যাংকিংয়ে অলরাউন্ডারদের তালিকার শীর্ষে বাংলাদেশের সাকিব আল হাসান। ক্রিকেটের তিন ফরম্যাট টেস্ট, ওয়ানডে ও টুয়েন্টি টুয়েন্টির অলরাউন্ডারদের তালিকার শীর্ষস্থান দখল করেছেন সাকিব।
দেশের মাটিতে জিম্বাবুয়ে বিপক্ষে সর্বশেষ সিরিজে ব্যাট-বল হাতে দারুণ পারফরমেন্স করেছেন সাকিব। সেই সুবাদে আবারো বিশ্ব ক্রিকেটে অলরাউন্ডারদের তালিকার শীর্ষস্থান দখল করেছেন সাকিব। এবার ক্রিকেটের তিন ফরম্যাটের শীর্ষস্থান দখল করেছেন তিনি।
টেস্টে দক্ষিণ আফ্রিকার ভারনন ফিলান্ডারকে সরিয়ে শীর্ষ জায়গাটি দখল করেন সাকিব। এখন তার অর্জিত রেটিং ৩৯৮। দ্বিতীয় স্থানে থাকা ফিলান্ডারের রেটিং ৩৪১। আর ৩১৮ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ভারতের রবীচন্দ্রন অশ্বিন।
ওয়ানডেতে পাকিস্তানের মোহাম্মদ হাফিজকে সরিয়ে সবার উপরে উঠেন সাকিব। তার অর্জিত রেটিং ৪০৩। দ্বিতীয় স্থানে থাকা হাফিজের রেটিং ৩৯৭। আর তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলংকার এ্যাঞ্জেলো ম্যাথুজ, তার অর্জিত রেটিং ৩৯৫।
হাফিজকে সরিয়ে ওয়ানডের মত টি-২০র সেরা জায়গাটিও দখল করেন সাকিব। এখানে তার অর্জিত রেটিং ৩৭৭। দ্বিতীয় স্থানে থাকা হাফিজের রেটিং ৩৬৩। তৃতীয় স্থানে রয়েছেন আরেক পাকিস্তানি শহিদ আফ্রিদি। তার অর্জিত রেটিং ৩২৬।