নিউইয়র্ক ০১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বিশ্বকাপ ফুটবল-২০১৮: শেষ ষোল’তে ক্রোয়েশিয়া, আর্জেন্টিনার বিদায় শঙ্কা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:৩৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮
  • / ৯৯৬ বার পঠিত

হককথা ডেস্ক: ফেভারিট তকমাটা বাড়াবাড়িই মনে হলো আর্জেন্টিনা দলের খেলায়। ৩-০ গোলের লজ্জার পরাজয় নিয়ে মাঠ ছাড়লো মেসি বাহিনী। টানা দ্বিতীয় জয়ে নকআউট পর্বের টিকিট কাটলো ক্রোয়েশিয়া। আর বিদায় শঙ্কায় পড়লো আর্জেন্টিনা। ৮০ মিনিটে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুন করেন মড্রিচ। আর অতিরিক্ত সময়ে ৯১ মিনিটে রাকিটিচ কফিনের শেষ পেরেক গেথে দেন তৃতীয় গোল করে। এর আগে আর্জেন্টাইন গোলরক্ষক কাবায়েরোর অমার্জনীয় ভুলে পিছিয়ে পড়ে সাম্পাওলি শিষ্যরা। খেলার ৫৩ মিনিটে ডিবক্স থেকে বল সহজেই ক্লিয়ার করতে পারতেন কাবায়েরো। কিন্তু তিনি মুন্সিয়ানা দেখাতে গিয়ে উল্টো বল এগিয়ে দিলেন অ্যান্টে রেবিচের পায়ে। একটুও ভুল করেননি রেবিচ। দারুন শটে এগিয়ে দেন ক্রোয়েশিয়াকে।
এর আগে, গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল। প্রথমার্ধে আর্জেন্টিনার পায়ে বলের দখল বেশি থাকলেও ক্রোয়েশিয়ার ওপর আধিপত্য বিস্তার করতে পারেন নি মেসিরা। আর দ্বিতীয়ার্ধে খেলার নিয়ন্ত্রণ ছিল মড্রিচ, রাকিটিচদের হাতে।
ক্রোয়েশিয়ার কাছে উড়ে গেল আর্জেন্টিনা: ক্রোয়েশিয়ার কাছে উড়ে গেল আর্জেন্টিনা। বৃহস্পতিবার (২১ জুন) রাতে ডি গ্রুপের এই ম্যাচে ক্রোয়েটরা জয় পেয়েছে ৩-০ গোলে। এতে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে নক আউটপর্ব প্রায় নিশ্চিত হয়ে গেল ক্রোয়েশিয়ার। অপরদিকে দুই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট নিয়ে থাকা আর্জেন্টিনার জন্য এখন গ্রুপ পর্ব পার হওয়াটাই কঠিন চ্যালেঞ্জিং হয়ে পড়ল।
খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে ক্রোয়েশিয়া ছিল বেশি আক্রমণাত্মক। গতি ও ছন্দ কোনটিই মেসিদের মধ্যে সেভাবে লক্ষ্য করা যায়নি। দ্বিতীয়ার্ধে যেন ক্রোয়েটরা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। যার ফলও পেয়েছে দলটি। আর্জেন্টিনার রক্ষণভাগের সঙ্গে রীতিমতো ছেলেখেলা করেছে দলটি। ৫৩ মিনিটে আর্জেন্টিনার গোলরক্ষকের ভুলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। গোল কিক আস্তে করে ডান দিকে থাকা খেলোয়াড়কে দিতে চান গোলরক্ষক। কিন্তু সেই বল বক্সের মধ্যেই পেয়ে যান আন্তে রেবিক। দুর্দান্ত শটে সেই বলে গোল করেন তিনি।
খেলার ৮০ মিনিটে দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন লুকা মডরিচ। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে আর্জেন্টিনার জাল ভেদ করেন তিনি। আর যোগ করা সময়ে শেষ গোলটি করেন ইভান র‌্যাকিতিচ। একটি আক্রমণ ঠেকাতে গিয়ে আর্জেন্টাইন গোলরক্ষক ডান দিকে এগিয়ে গেলেও বল নিয়ন্ত্রণে নিতে পারেননি। সেই সুযোগে গোলপোস্টের ঠিক সামনে বল পেয়ে যান র‌্যাকিতিচ। সামনে থাকা এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে দুর্দান্তভাবে তিনি বল পাঠিয়ে দেন জালে। তাই শেষ পর্যন্ত ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

বিশ্বকাপ ফুটবল-২০১৮: শেষ ষোল’তে ক্রোয়েশিয়া, আর্জেন্টিনার বিদায় শঙ্কা

প্রকাশের সময় : ০৭:৩৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮

হককথা ডেস্ক: ফেভারিট তকমাটা বাড়াবাড়িই মনে হলো আর্জেন্টিনা দলের খেলায়। ৩-০ গোলের লজ্জার পরাজয় নিয়ে মাঠ ছাড়লো মেসি বাহিনী। টানা দ্বিতীয় জয়ে নকআউট পর্বের টিকিট কাটলো ক্রোয়েশিয়া। আর বিদায় শঙ্কায় পড়লো আর্জেন্টিনা। ৮০ মিনিটে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুন করেন মড্রিচ। আর অতিরিক্ত সময়ে ৯১ মিনিটে রাকিটিচ কফিনের শেষ পেরেক গেথে দেন তৃতীয় গোল করে। এর আগে আর্জেন্টাইন গোলরক্ষক কাবায়েরোর অমার্জনীয় ভুলে পিছিয়ে পড়ে সাম্পাওলি শিষ্যরা। খেলার ৫৩ মিনিটে ডিবক্স থেকে বল সহজেই ক্লিয়ার করতে পারতেন কাবায়েরো। কিন্তু তিনি মুন্সিয়ানা দেখাতে গিয়ে উল্টো বল এগিয়ে দিলেন অ্যান্টে রেবিচের পায়ে। একটুও ভুল করেননি রেবিচ। দারুন শটে এগিয়ে দেন ক্রোয়েশিয়াকে।
এর আগে, গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল। প্রথমার্ধে আর্জেন্টিনার পায়ে বলের দখল বেশি থাকলেও ক্রোয়েশিয়ার ওপর আধিপত্য বিস্তার করতে পারেন নি মেসিরা। আর দ্বিতীয়ার্ধে খেলার নিয়ন্ত্রণ ছিল মড্রিচ, রাকিটিচদের হাতে।
ক্রোয়েশিয়ার কাছে উড়ে গেল আর্জেন্টিনা: ক্রোয়েশিয়ার কাছে উড়ে গেল আর্জেন্টিনা। বৃহস্পতিবার (২১ জুন) রাতে ডি গ্রুপের এই ম্যাচে ক্রোয়েটরা জয় পেয়েছে ৩-০ গোলে। এতে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে নক আউটপর্ব প্রায় নিশ্চিত হয়ে গেল ক্রোয়েশিয়ার। অপরদিকে দুই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট নিয়ে থাকা আর্জেন্টিনার জন্য এখন গ্রুপ পর্ব পার হওয়াটাই কঠিন চ্যালেঞ্জিং হয়ে পড়ল।
খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে ক্রোয়েশিয়া ছিল বেশি আক্রমণাত্মক। গতি ও ছন্দ কোনটিই মেসিদের মধ্যে সেভাবে লক্ষ্য করা যায়নি। দ্বিতীয়ার্ধে যেন ক্রোয়েটরা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। যার ফলও পেয়েছে দলটি। আর্জেন্টিনার রক্ষণভাগের সঙ্গে রীতিমতো ছেলেখেলা করেছে দলটি। ৫৩ মিনিটে আর্জেন্টিনার গোলরক্ষকের ভুলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। গোল কিক আস্তে করে ডান দিকে থাকা খেলোয়াড়কে দিতে চান গোলরক্ষক। কিন্তু সেই বল বক্সের মধ্যেই পেয়ে যান আন্তে রেবিক। দুর্দান্ত শটে সেই বলে গোল করেন তিনি।
খেলার ৮০ মিনিটে দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন লুকা মডরিচ। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে আর্জেন্টিনার জাল ভেদ করেন তিনি। আর যোগ করা সময়ে শেষ গোলটি করেন ইভান র‌্যাকিতিচ। একটি আক্রমণ ঠেকাতে গিয়ে আর্জেন্টাইন গোলরক্ষক ডান দিকে এগিয়ে গেলেও বল নিয়ন্ত্রণে নিতে পারেননি। সেই সুযোগে গোলপোস্টের ঠিক সামনে বল পেয়ে যান র‌্যাকিতিচ। সামনে থাকা এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে দুর্দান্তভাবে তিনি বল পাঠিয়ে দেন জালে। তাই শেষ পর্যন্ত ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।